For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের আবহেও গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত! করতালির ধ্বনি কীভাবে একাত্ম করল ভারতকে

করোনা আতঙ্কের আবহেও গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত! করতালির ধ্বনি কীভাবে একাত্ম করল ভারতকে

  • |
Google Oneindia Bengali News

স্বতঃস্ফূর্ত আবেগ। যে আবেগ একটা অজানা শত্রুর বিরুদ্ধে গোটা দেশকে একত্রিত করেছে। গোটা দেশ নিজেদের রাজনাতিক মতার্দশ, ধার্মিক মতাদর্শ ভুলে এদিন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে। বিকেল ৫ টায় একযোগে করতালিকে কুর্ণিশ জানিয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত কর্মীদের। আর এর মধ্য দিয়েই 'ধনীর ভারতবর্ষ, গরিবের ভারতবর্ষ' এক অভূতপূর্ব ছবি রেখে গেল আগামীর ইতিহাসের জন্য।

নয়ডা

এদিন নয়ডার একটি সোসাইটিতে দেখা গিয়েছে একযোগে মানুষ কীভাবে করতালির মধ্য দিয়ে বার্তা দিচ্ছেন অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্তদের প্রতি।

দেরাদুন

দেরাদুনেও এদিন বাড়ির ছাদে বহুজনকে দেখা যায় কাঁসর কিম্বা থালা বাজাতে। উঁচু ,নিচুর ভেদাভেদ ভুলে শিক্ষিত সমাজ যেভাবে করোনা সচেতনতায় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন তা অভূতপূর্ব।

উপরাষ্ট্রপতির করতালি

সাধারণ মানুষ থেকে দেশের মন্ত্রীরা সকলেই এদিনের এই করতালির আসরে মেতে ওঠেন। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও এদিন পিছিয়ে ছিলেন না।

রাষ্ট্রপতির করতালি

রাষ্ট্রপতি ভবনে করতালি দিতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও করতালি দিতে দেখা যায়। সেই ছবিও প্রকাশ্যে আসে।

প্রকাশ জাভড়েকর

প্রকাশ জাভড়েকর ও তাঁর সমর্থকরাও এদিন এমন আবহে যোগদান করেন। সকলেই অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্তদের প্রতি কুর্নিশ জানান।

English summary
Corona crisis in India, With clapping, bell ringing, India unites.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X