For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা আক্রমণের জের: রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ গুণ বৃদ্ধি

ভারতে করোনা আক্রমণের জের: রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ গুণ বৃদ্ধি

  • |
Google Oneindia Bengali News

ভারতে ১৫১ জন করোনা আক্রান্ত রোগী এই মুহূর্তে রয়েছেন। আর আক্রান্তের সংখ্যা শতাধিক হতেই ভারত আপাতত করোনার স্টেজ টুতে পৌঁছে গিয়েছে। এবার তার প্রভাব গিয়ে পড়েছে ভারতীয় রেলওয়েতেও। যার জেরে প্ল্যাটফর্ম টিকিটের দাম হুহু করে বেড়ে যাচ্ছে।

 কেন বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম?

কেন বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম?

ওয়েস্টার্ন রেলওয়েতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে স্টেশনে বেশি মানুষের ভিড় না থাকে, তার জন্যই এমন সিদ্ধান্ত। আর এদিন ৫ গুণ বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। এদিকে, নর্দান রেলওয়েজ প্ল্যাটফর্ম টিকিটে ৪০০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। যার জেরে দাম ১০ টাকা থেকে ৫০ টাকা হয়ে গিয়েছে। টিকিটের নতুন দাম আগামিকাল থেকে লাগু হবে।

কোথায় কোথায় বাড়বে টিকিটের দাম?

কোথায় কোথায় বাড়বে টিকিটের দাম?

ওয়েস্টার্ন রেলের ২৫০ টি স্টেশনের জন্য এমন নিয়ম ধার্য করা হয়েছে। মুম্বই , রাজকোট, রতলম,আমেদাবাদ, ভদোদরা সহ একাধিক এলাকা সংলগ্ন স্টেশনের জন্য এমন নিয়ম ধার্য হয়েছ।

 করোনার জেরে বড় পদক্ষেপ ?

করোনার জেরে বড় পদক্ষেপ ?

করোনা ভাইরাসের জেরে বড়সড় পদক্ষেপের পথে রেলওয়ে। রেলওয়ের তরফে জানানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ স্টেশনে এলেই তাঁকে ধরা হবে ও জরিমানা আদায় হবে। এভাবে প্ল্যাটফর্মে জমায়েত বন্ধ করার চেষ্টা চলছে।

২২ টি ট্রেন বাতিল

২২ টি ট্রেন বাতিল

এদিকে, সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, তাদের ২২ টি ট্রেন তারা বাতিল করছে আপাতত। এই ২২ টি ট্রেন যেগুলিতে বেশি যাত্রী থাকে না , তা আপাতত কিছু সময়ের জন্য চালাবে না সেন্ট্রাল রেল।

English summary
Corona Crisis in India, Platform tickets to get high.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X