For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষ দংশন ভারতের অর্থনীতিতে আগামী ত্রৈমাসিকে কোন প্রভাব ফেলবে! প্রকাশ্যে তথ্য

করোনার বিষ দংশন ভারতের অর্থনীতিতে আগামি কোয়ার্টারে কোন প্রভাব ফেলবে! প্রকাশ্যে তথ্য

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে ভারতের অর্থনীতিতে প্রবল সংকট আসতে পারে। এমন বার্তা গত কয়েকদিন ধরেই আসছিল। তারপর ২১ দিনের লকডাউনের ঘোষণা হয়। এর পর করোনার দংশন ভারতের অর্থনীতিতে কীভাবে কুপ্রভাব ফেলতে পারে তা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

জিডিপিতে কেমন প্রভাব?

জিডিপিতে কেমন প্রভাব?

ভারতের প্রাক্তন মুখ্যপরিসংখ্যানবিদ প্রণব সেন মুখ খুলেছেন লকডাউন প্রসঙ্গে। দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন যে ভারতের অর্থনীতিতে করাল দংশন হানাতে চলেছে তা বলাই বাহুল্য! প্রণব সেনের দাবি , লকডাউনের জেরে ৫ লাখ কোটি টাকার প্রভাব জিডিপিতে পড়বে।

 ২০২০-২১ অর্থবর্ষে এর কেমন প্রভাব পড়বে ?

২০২০-২১ অর্থবর্ষে এর কেমন প্রভাব পড়বে ?

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রব সেন জানান, ২১ দিনের সম্পূর্ণ লকডাউন আগামী অর্থবর্ষের প্রথম কোয়ার্টার থেকেই পড়তে শুরু করবে। তিনি বলেন, ২০২০-২১ অর্থবর্ষের আগামি দুটি কোয়ার্টারে ৩ শতাংশের বেশি আর্থিক বৃদ্ধি হবে না। ফলে মোদীর ৫ ট্রিলিয়নের অর্থনীতির স্বপ্ন সম্ভবত চূর্ণ হতে চলেছে এই লকডাউনের জেরে। উল্লেখ্য,২০২৪-২৫ অর্থবর্ষে ৫ ট্রিলিয়নের লক্ষ্য ঘোষণা করেন মোদী।

 এই মুহূর্তে অর্থমন্ত্রকের কোন পদক্ষেপ নেওয়া প্রয়োজন? কী বলছেন পরিসংখ্যানবিদ...!

এই মুহূর্তে অর্থমন্ত্রকের কোন পদক্ষেপ নেওয়া প্রয়োজন? কী বলছেন পরিসংখ্যানবিদ...!

প্রণব সেনের দাবি, আপাতত আগামি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি কতটা কমতে পারে, বা জিডিপির ওপর এর প্রভাব নিয়ে অর্থমন্ত্রকের নজর দেওয়ার থেকেএও বেশি প্রয়োজন করোনা পরিস্থিতি মোকাবিলা। তবে আগামি অর্থবর্ষের রূপরেখায় অবশ্যই দেখা উচিত যে করোনার লকডাউনের জেরে গরিব মানুষ যেন আরও গরিব না হয়ে যান। তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে সরকারকে।

English summary
Corona crisis in India, Country's growth in next 2 quarters won't be over 3 per cent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X