For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা আজ ফের ৪১ হাজার ছাড়াল, একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

করোনার তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝেই ফের ক্রমাগত চলছে করোনার দৈনিক আক্রান্তের ওঠা নামা । এদিনও করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের ঘরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১,৩৮৩ জন। প্রসঙ্গত, ক্রমাগত টিকাকরণের মাঝেও হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলার ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে দেশকে। এরই মাঝে মৃতের হারের কমতি খানিকটা স্বস্তি দিয়েছে ভারতকে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

প্রসঙ্গত, ডেল্টা ও ল্যাম্বডা ভ্যারিয়েন্টের দাপটে করোনা ভাইরাসের আতঙ্ক কার্যত শতগুণে বেড়ে যাচ্ছে। গোটা দেশে এমন বহু রোগীর সন্ধান মিলেছে যাঁদারে দেহে রয়েছে ডেল্টার চিহ্ন। এদিকে, যদি ইউকের করোনার তৃতীয় স্রোতের গ্রাফ দেখা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও , মৃতের সংখ্যার কমতি রয়েছে। প্রসঙ্গত, ভ্যাকসিনেশনের জন্য সেদেশে মৃতের সংখ্যা করোনা আক্রান্তদের মধ্যে কমছে বলে দাবি করছে একাধিক রিপোর্ট। সেই জায়গা থেকে গচ ২৪ ঘণ্টায় দেশে ৪১,৩৮৩ জন আক্রান্ত হয়েছেন। শেষ একদিনে মৃতের সংখ্যা ৫০৭ জন।

সুস্থতার হার

সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮,৬৫২ জন। প্রসঙ্গত, সুস্থতার থেকে আক্রান্তের সংখ্যা এদিন বেশি হিসাবে উঠে এসেছে। এরই মাঝে তৃতীয় স্রোতের আশঙ্কা আরও মাথা চাড়া দিচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১২,৫৭,৭২০ জন।

ভ্যাকসিনেশন

ভ্যাকসিনেশন

গত ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন । এপর্যন্ত দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪১,৭৮,৫১,১৫১ জনকে। প্রসঙ্গত, ভ্যাকসিনের কমতি নিয়ে বহু রাজ্যই সরব হয়েছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে দেশে মোট মৃতের সংখ্যা ৪,১৮,৯৮৭ জন।

মোট সুস্থতার সংখ্যা

মোট সুস্থতার সংখ্যা

করোনা পরিস্থিতি নিয়ে গোটা দেশে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে দেশের উত্তরপূর্বের রাজ্যগুলি। এদিকে, করোনা নিয়ে মোট সুস্থতা ৩,০৪,২৯,৩৩৯ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা আজ ৪,০৯,৩৯৪ জনের। এই পরিসংখ্যান ঘিরে রীতিমতো উদ্বেগে দেশের বিভিন্ন মহল।

English summary
Coronavirus report of last 24 hours :India reports 41,383 new COVID19 cases, 38,652 recoveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X