For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দেশে করোনা কেসের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সুস্থ হওয়ার হার

‌দেশে করোনা কেসের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সুস্থ হওয়ার হার

Google Oneindia Bengali News

একদিকে যখন দেশে বিগত কয়েকদিন ধরে প্রতিদিন করোনা ভাইরাসের কেসের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছেছে তখন এর পাশাপাশি ভারতে করোনায় সুস্থ হওয়ার হারও ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। যা আশার আলো হতে পারে দেশবাসীর কাছে।

‌দেশে করোনা কেসের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সুস্থ হওয়ার হার


স্বাস্থ্য ও পরিবার কল্যাণের তথ্য অনুযায়ী, দেশের কোভিড–১৯ –এ সুস্থ হওয়ার হার অবিচ্ছিন্ন উন্নতির সাক্ষী এবং প্রথমবার তা ৪৯ শতাংশ ছাড়িয়েছে। ১১ জুন সকালে ভারতে করোনা ভাইরাসে সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে রয়েছে ৪৯.‌২১ শতাংশে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রক তাদের ওয়েবসাইট আপডেট করে জানিয়েছে যে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৮,১০২ জনের, নিশ্চিত করোনা ভাইরাস কেসের সংখ্যা ২,৮৬,৫৭৯। বুধবার একদিনে করোনায়া মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ও ৯,৯৯৬টি কেস সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ক্রমাগত দ্বিতীয় দিন করোনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা সক্রিয় কেসের চেয়ে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সক্রিয় কেসের সংখ্যা ১,৩৭, ৪৪৮টি সেখানে ১,৪১, ০২৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। ভারতে করোনা ভাইরাসের প্রথম দিনগুলিতে অন্য দেশ থেকে আসা রোগীরা এখানে এসে চিকিৎসা করান। সরকারিভাবে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ৪৯.‌২১ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে। এখানে উল্লেখ্য, ভারতে মোট নিশ্চিত কোভিড–১৯ কেসের মধ্যে বিদেশিরাও রয়েছে।

করোনায় মোট মৃত্যুতে ৩,৪৩৮ জনের মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই নাম রয়েছে গুজরাত (‌১,৩৪৭)‌, দিল্লি (‌৯৮৪)‌, মধ্যপ্রদেশ (‌৪২৭)‌, পশ্চিমবঙ্গ (‌৪৩২)‌, তামিলনাড়ু (‌৩২৬)‌, উত্তরপ্রদেশ (‌৩২১)‌, রাজস্থান (‌২৫৯)‌ ও তেলেঙ্গানা (‌১৫৬)‌। এছাড়াও অন্ধ্রপ্রদেশে ৭৮, কর্নাটকে ৬৯, পাঞ্জাবে ৫৫, জম্মু–কাশ্মীরে ৫১, হরিয়ানায় ৫২, বিহারে ৩৩, কেরলে ১৮, উত্তরাখণ্ডে ১৫, ওড়িশায় ৯ ও ঝাড়খণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ভারতে ৭০ শতাংশের বেশি কোভিড–১৯ রোগীর মৃত্যুর ক্ষেত্রে রোগীর করোনা সংক্রমণের সঙ্গে দীর্ঘস্থায়ী রোগও দায়ি।

অসমের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে? অসমের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে?

English summary
According to health and family welfare data, the recovery rate in the country's covid-19 has seen steady improvement, surpassing 49 percent for the first time. On the morning of June 11, the coronavirus recovery rate in India stood at 49.21 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X