For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাস আতঙ্ক, দিল্লিতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ প্রাথমিক স্কুল

‌করোনা ভাইরাস আতঙ্ক, দিল্লিতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ প্রাথমিক স্কুল

Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। বৃহস্পতিবার দিল্লি সরকারের পক্ষ থেকে ঘোষমা করা হয় রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে।

৩১ মার্চ পর্যন্ত বন্ধ দিল্লির স্কুল

৩১ মার্চ পর্যন্ত বন্ধ দিল্লির স্কুল

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া টুইটারে বলেন, ‘‌সতর্কমূলক ব্যবস্থা হিসাবে কোভিড-১৯ যাতে শিশুদের মধ্যে না ছড়াতে পারে তার প্রতিরোধ করার জন্য দিল্লি সরকার নির্দেশ দিয়েছে দ্রুত সব প্রাথমিক স্কুলগুলি (‌সরকারি, সরকারি অনুদান, বেসরকারি, এমসিডি, এনডিএমসি)‌ বন্ধ রাখার জন্য'‌। করোনা ভাইরাস আতঙ্কের জেরে দিল্লি সরকার আপাতত কিছুদিনের জন্য তাদের দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি বন্ধ রেখে দিয়েছে।

৩০ জন আক্রান্ত ভারতে

৩০ জন আক্রান্ত ভারতে

ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া না গেলেও লাফ দিয়ে তা ৩০ জন আক্রান্ততে পৌঁছেছে। দিল্লিতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এবং দিল্লির প্রতিবেশী শহর গাজিয়াবাদে একটি। আগ্রাতে ছ'‌জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে, যাদে চিকিৎসা চলছে দিল্লিতেই। ১৬ জন ইতালিয় পর্যটকের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। প্রথম এই সংক্রমক রোগে আক্রান্ত হয় কেরলের তিনজন নার্স।

করোনার উৎপত্তি উহান প্রদেশ থেকে

করোনার উৎপত্তি উহান প্রদেশ থেকে

চিনের উহান প্রদেশ থেকে এই রোগের উৎপত্তি। ইতিমধ্যেই এই রোগ ওই শহরকে মৃত্যুপুরি বানিয়ে দিয়েছে। চিনে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা রোজই বেড়ে চলেছে। হু এই রোগকে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। চিন থেকে এই রোগ ইতিমধ্যেই ৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে এবং মৃত্যু সংখ্যা তিন হাজারের ওপর।

English summary
Delhi Government has directed all primary schools in Delhi to remain shut from tomorrow till the end of this month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X