For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২-১৮ বছর বয়সীদের জন্য নতুন ভ্যাকসিন ‘Corbevax’! দাম সহ জরুরি তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

বিশ্বে প্রায় দুই বছর ধরে বিশ্ববাসী কোভিডকে বন্ধু করে চলছে। কত মানুষের প্রাণ কেড়েছে এই করোনা। এর মারণ মহামারির জেরে কত মানুষ চাকরি হারিয়েছেন। তবুও এই ভাইরাস আঘাত হানতে কিন্তু থামায়নি। দোসর করে নিয়ে এসেছেন নানান ভ্যারিয়েণ্টকে। তাঁদের দাপটে অতিস্ট আমজনতা। রেহাই মেলেনি শিশুদের।

১২-১৮ বছর বয়সীদের জন্য আসছে নতুন ভ্যাকসিন ‘Corbevax’

যদিও ১৮ বছরের পর বয়সীদের জন্য টিকা চালু হয়ে গেছে। এবার ১২-১৮ বছর বয়সীদের জন্যে জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে 'Corbevax' ('করবেভ্যাক্স')-কে। সোমবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

'Corbevax' কাদের দেওয়া হবে

জানা গিয়েছে, এই নতুন ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হবে শিশুদের। দেশে Zydus Cadila-এর ZyCoV-D ও ভারত বায়োটেকের কো ভ্যাকসিনের এর সাথে যোগ হয়ে তৈরি হয়েছে।

দাম কত এই নতুন টিকার

আগে কিছু শর্তের ওপর নির্ভর করে এই Corbevax ভ্যাকসিনটি ১২-১৮ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল। পরে EUA-কে SEC শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে এই নতুন টীকার ক্লিনিকাল স্টাডি ও ইমিউনোজেনিসিটি পর্যবেক্ষণ করেছেন। ভ্যাকসিনের মূল্য হবে কর বাদে ১৪৫ টাকা।

এন কে অরোরা কী জানালেন

জাতীয় টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ডাঃ এন কে অরোরা জানান, টিকাটি খুব নিরাপদ। শিশুর শরীরে এটি দেওয়া যেতে পারে। নতুন এই ভ্যাকসিন ভাল ইমিউনোজেনিসিটি ও উচ্চ অ্যান্টিবডি তৈরি করতে সাহায্যও করবে।

মোট কত শিশু টিকা পেয়েছে

দেশে এখন পর্যন্ত ১৫-১৭ বছর বয়সী ৭৬ মিলিয়নের বেশি শিশুকে কোভিডের বিরুদ্ধে টিকা দেওয়ায় হয়েছে। বেশি দেওয়ায় হয়েছে কোভ্যাক্সিন।

উল্লেখ্য, যদিও ইতিমধ্যে কোভিড শূন্য অনেক দেশই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর প্রভাব সব থেকে বেশি ছিল। তাঁদের তরফে ১০ টি দেশের তালিকা দেওয়া হয়েছে। যেখানে কোভিড গ্রাফ শূন্য।

তবে, এই জিরো কোভিড দেশগুলি কিন্তু বেশিরভাগই প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের দ্বীপ। তাঁদের মধ্যে রয়েছে টোকেলাউ, টুভালু ,সেন্ট হেলেনা, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ ইত্যাদি। দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হচ্ছে।

English summary
corbevax-was-approved-to-be-given-children-between-the-ages-of-12-and-18-say-biological-e-limited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X