For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে কোভিড, ৫–১২ বছর শিশুদের জন্য কর্বেভ্যাক্স টিকা ব্যবহারের সুপারিশ সরকারি প্যানেলের

বাড়ছে কোভিড, ৫–১২ বছর শিশুদের জন্য কর্বেভ্যাক্স টিকা ব্যবহারের সুপারিশ সরকারি প্যানেলের

Google Oneindia Bengali News

৫-১২ বছরের শিশুদের জন্য বায়োলজিক্যাল ই-এর কর্বেভ্যাক্স টিকা ব্যবহার করার সুপারিশ করেছে ভারতের ওষুধ নিয়ামক ডিজিসিআই-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। বৃহস্পতিবারই এই সুপারিশ করার হয়েছে। এর আগে এদিন দুপুরে প্যানেলের সদস্যরা দেখা করে কর্বেভ্যাক্সের তথ্য ও এই বয়স গোষ্ঠীর শিশুদের ওপর টিকা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

বাড়ছে কোভিড, ৫–১২ বছর শিশুদের জন্য কর্বেভ্যাক্স টিকা ব্যবহারের সুপারিশ সরকারি প্যানেলের

এসইসি-এর পক্ষ থেকে এই সুপারিশ পাঠিয়ে দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে এখন ডিসিজিআই-এর একটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রসঙ্গত, ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ করানো হচ্ছে এই কর্বেভ্যাক্সের মাধ্যমে।

১২ বছরের ওপরে থাকা শিশুদের দু'‌টি কোভিড-১৯ চিকাকরণের কার্যক্রম চলছে ভারতে। ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ ঘোষণা করার পর ভারতে একটি পর্যায়ে শিশুদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এ বছরের ৩ জানুয়ারি থেকে, যা পরবর্তীকালে প্রসারিত হয়ে ১৬ মার্চ থেকে শুরু করা হয় ১২ বছরের ঊর্ধ্বে থাকার শিশুদের টিকাকরণ। ভারত বায়োটেকের কোভ্যাকসিন বর্তমানে ১৫-১৮ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে সরকারি ও বেসরকারি উভয় টিকাকরণ কেন্দ্রে। অন্যদিকে ১২-১৪ বছর বয়সীদের সরকারি কেন্দ্রে কেবলমাত্র কর্বেভ্যাক্স দেওয়া হচ্ছে।

ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, পঞ্জাবে বাধ্যতামূলক হল মাস্ক, সাবধানে থাকার পরামর্শ সরকারেরফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, পঞ্জাবে বাধ্যতামূলক হল মাস্ক, সাবধানে থাকার পরামর্শ সরকারের

কর্বেভ্যাক্স টিকা কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি প্রোটিন সাবইউনিট টিকা, দশক আগে হেপাটাইটিস বি টিকা তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই একই প্রযুক্তি ব্যবহার হয়েছে কর্বেভ্যাক্স টিকার ক্ষেত্রে। রিকম্বিন্যান্ট প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন লেবেলযুক্ত কর্বেভ্যাক্স হেপাটাইটিস শটের মতো একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যার অর্থ এটি একটি পরীক্ষিত টিকা ভ্যাকসিন, এমআরএনএ এবং নন রিপ্লেকেটিং ভাইরাল ভেক্টর টিকার মতো নয়। কর্বেভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে।

English summary
Corbevax vaccine use for 5-12 year old children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X