For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যসচিবকে মারধরকাণ্ডে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি, বাজেয়াপ্ত বহু ক্যামেরা

দিল্লির মুখ্যসচিবকে মারধরের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে বড়সড় বিপাকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির মুখ্যসচিবকে মারধরের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে বড়সড় বিপাকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই ঘটনায় আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান ও প্রকাশ জারিওয়ালকে গ্রেফতারির পর এবার কেজরিওয়ালের বাড়ি তল্লাশিতে নামল প্রশাসন। শুক্রবার দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে তল্লাশিতে যায় পুলিশ।

মুখ্যসচিবকে মারধরকাণ্ডে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি, বাজেয়াপ্ত বহু ক্যামেরা

[আরও পড়ুন:বিধানসভায় অশরীরীদের আনাগোনা! তটস্থ বিধায়করা যা করলেন ][আরও পড়ুন:বিধানসভায় অশরীরীদের আনাগোনা! তটস্থ বিধায়করা যা করলেন ]

উল্লেখ্য, ঘটনার প্রেক্ষিতে দিল্লির পিডাব্লিউডি দফতর থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ না পেয়ে , এই তল্লাশি অভিযান চালানো হয়। ৬০ জন পুলিশ নিয়ে চলে রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির তল্লাশি অভিযান। এই প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরওয়ালের বাড়ির তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে ২১ টি ক্যামেরা। তবে তার মধ্যে মাত্র ১৪ টি ক্যামেরা কাজ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই ক্যামেরাগুলি সেই ঘরে ছিল, যেখানে দিল্লির মুখ্যসচিবকে মারধর করা হয় বলে অভিযোগ।যদিও তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেজরিওয়াল।

দিল্লি পুলিশের ডিসিপি নর্থ হরেন্দ্র সিং ও পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের বহুবার বৈঠকের পর এই তল্লাশি সম্পর্ক সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, গোটা ঘটনায় আপ বিধায়কদের গ্রেফতারি ছাড়াও মুখ্য সচিবের মেডিক্যার রিপোর্টের পর থেকেই ব্যাকফুটে কেজরিওয়াল শিবির। এবার এই উদ্ধার হওয়া ক্যামেরা থেকে কোন সত্য বেরিয়ে আসে তার অপেক্ষায় দিল্লির রাজনৈতিক মহল।

English summary
Cops raid CM Arvind Kejriwal's house, 21 cameras seized in AAP vs Delhi Chief Secretary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X