প্রীতি জিনটার অভিযোগ খতিয়ে দেখতে আরও সিসিটিভি ফুটেজ পরখ পুলিশের

পুলিশের তরফে জানানো হয়েছে, এর আগে ৪ ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। শুধু এক দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে ওই ফুটেজে দেখা গিয়েছে প্রীতি ও নেসকে। নতুন যে সিসিটিভি ফুটেজটি নেওয়া হয়েছে গারওয়ারে প্যাভিলিয়নের, তা ওই চার ঘন্টারই। কিন্তু পুলিশ জানিয়েছে এই বারের ফুটেজটি অন্য 'অ্য়াঙ্গল' থেকে নেওয়া। আগের ফুটেজে এই দিকের চিত্রটা ধরা পড়েনি।
পুলিশ জানিয়েছে, নয়া ফুটেজে প্রীতির সঙ্গে নেসকে ২০ সেকেন্ড কথা বলতে দেখা গিয়েছে, কিন্তু ওই স্বল্প পরিসরের কথায় এটা বোঝা কখনওই সম্ভবপর নয় যে তাঁরা শুধুই আলোচনা করছেন নাকি দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে।
আমরা এফআইআরে 'শ্লীলতাহানি' বা 'যৌন হেনস্থা' শব্দের উল্লেখ করিনি: প্রীতির আইনজীবী
অন্যদিকে ঘটনাটি ঘটার সময়ে প্রবীন এক ক্রিকেটারের ১৫ বছরের ছেলে প্রীতির পাশে বসেছিল। যখন প্রীতির সঙ্গে নেসের বিবাদ শুরু হয় তখন ওই ক্রিকেটার পুত্র বাধা দিতে আসে। এখন ভেবে দেখা হচ্ছে ওই ক্রিকেটারপুত্রকে তাঁর জবানী শোনা হবে কিনা। আপাতত আইপিএল কর্তৃপক্ষ ও কর্মীদের বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া চলছে।
প্রীতি জানিয়েছিলেন, এই ঘটনার পর নেসকে সতর্ক করে একটি ই-মেলও পাঠিয়েছিলেন তিনি। পুলিশ প্রীতিকে সেই ই-মেলের কপিও জমা দেওয়ার জন্য বলেছে। একইসঙ্গে আইনজীবীর মারফৎ প্রীতিকে লিখিতভাবে জানানো হয়েছে, যাতে তিনি থানায় হাজিরা দেন। থানায় তাঁর বিস্তারিত বক্তব্য রেকর্ড করা হবে। একইসঙ্গে প্রীতিকে এই ঘটনার সাক্ষীদের নাম জানাতেও বলা হয়েছে।
পুলিশসূত্রের খবর অনুযায়ী, দু-তিন জন মহিলা সমাজকর্মী সোমবার থানায় লিখিত আবেদন জানান। তাঁদের মতে এই মামলায় আইনের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। তবে, প্রীতি বা নেস কোন পক্ষ এই আইনের অপপ্রয়োগ করছেন তা স্পষ্ট করে জানানো হয়নি অভিযোগে।