For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপহরণের অভিযোগ নেয়নি পুলিশ, ৪০ দিন পর বোনের গণধর্ষণের এমএমএস এল দিদির কাছে!

Google Oneindia Bengali News

পিলিভিট, ৬ জানুয়ারি : গত নভেম্বর মাসে উত্তরপ্রদেশের পিলিভিটের সুঙ্গাধি থানায় এক অসহায় পরিবার মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করতে যান। কেউ বা কারা তাদের মেয়েকে অপহরণ করেছে, এবং মেয়েকে খুঁজে দেওয়ার আর্তি জানান কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে।

কিন্তু তাদের আর্জিতে গুরুত্ব দেয়নি পুলিশ। বরং উল্টে মশকরা করতে থাকে। এমনকী এফআইআর-টুকুও দায়ের করতে অস্বীকার করে পুলিশ। এই ঘটনার ৪০ দিন বাদে অপরাধীদের তরফে মেয়েটির গণধর্ষণেক মুহূর্তের একটি এমএমএস পরিবারকে পাঠানো হয়।[চলন্ত ট্রেনে নাবালিকাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণ সেনাদের]

অপহরণের অভিযোগ নেয়নি পুলিশ, ৪০ দিন পর বোনের গণধর্ষণের এমএমএস এল দিদির কাছে!

ওই এমএমএসটি নিয়ে ক্ষুব্ধ পরিবারের পিলিভিটের পুলিশ সুপার জওহর খুশওয়াহর কাছে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ জানিয়েছে। পরিবারের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সুঙ্গাধি থানায় খুশওয়াহ নির্দেশ পাঠান যাতে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করা হয়, এবং যত শীঘ্র সম্ভভ পীড়িতাকে উদ্ধার করা হয়।

পীড়িতার বাবা কাঁদতে কাঁদতে জানিয়েছেন, "মেয়ে অপহরণ হওয়ার পর যদি পুলিশ বিষয়টিতে গুরুত্ব দিয়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে আজ মেয়ের এই দুর্দশা হত নায়। ৪০ দিন হয়ে গিয়েছে মেয়ে নিঁখোজ, তারপর এই ধরণের ভিডিও। মেয়ের এই যন্ত্রণা আমরা আর মেনে নিতে পারছি না।"

খুশওয়াহকে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "একটি দলকে বারেলি পাঠানো হয়েছে। যে মোবাইল নম্বর থেকে এই এমএমএসটি পাঠানো হয়েছে সেই ফোন নম্বরের মাধ্যমে অপরাধীদের কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী ২ দু'দিনের মধ্যে পীড়িতাকে উদ্ধার করা যাবে।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!

দিল্লিতে অপহরণ করে নাবালিকাকে গণধর্ষণ, ছুঁড়ে ফেলা হল গাড়ি থেকেদিল্লিতে অপহরণ করে নাবালিকাকে গণধর্ষণ, ছুঁড়ে ফেলা হল গাড়ি থেকে

গণধর্ষিতা ১৫ বছরের কিশোরী, ধর্ষণের ভিডিও ভাইরাল হোয়াটসঅ্যাপেগণধর্ষিতা ১৫ বছরের কিশোরী, ধর্ষণের ভিডিও ভাইরাল হোয়াটসঅ্যাপে

English summary
Cops don't file kidnap case, kin get girl's rape MMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X