For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষার নামে হিংসায় বিরোধীদের কড়া সমালোচনার মুখে যোগী! ২ জনের মৃত্যুতে ৩ তদন্ত

পুলিসের গুলিচালনার পর এক পুলিশ কর্মীকে হত্যা এবং পরে গুলিতে এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার থমথমে উত্তরপ্রদেশের বুলন্দশহর। সোমবার দুপুরে গোরক্ষদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় থানা।

  • |
Google Oneindia Bengali News

পুলিসের গুলিচালনার পর এক পুলিশ কর্মীকে হত্যা এবং পরে গুলিতে এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার থমথমে উত্তরপ্রদেশের বুলন্দশহর। সোমবার দুপুরে গোরক্ষদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় থানা। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তিনটি আলাদা তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার।

যোগীর আশ্বাস

যোগীর আশ্বাস

যে সময় বুলন্দশহরে গণ্ডগোল ছড়িয়ে পড়ে সেই সময় নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ ছিলেন রাজস্থানে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনায় যাঁরা নিহত কিংবা আহত হয়েছেন, তাঁদের আর্থিক ক্ষতিপূরণের কথাও জানিয়েছেন তিনি।

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

মাঠে গরুর হাড় পড়ে থাকতে দেখে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বুলন্দশহরের মহাও এলাকার গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ও থানায় আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা ধরে চলে তাণ্ডব। জানিয়েছেন, মিরাট জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রশান্ত কুমার।

আগাতের কারণেই মৃত্যু হয়েছে ইনস্পেক্টর সুবোধ কুমার সিং-এর। সম্ভবত ধারালো কোনও অস্ত্রের আঘাতে এই মৃত্যু জানিয়েছিলেন তিনি। যদিও পরে জেলাশাসক অনুজ কুমার ঝা জানান, গুলিতে মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর। সার্কেল অফিসার-সহ ৫ জন এই ঘটনায় আহত হয়েছেন।

দিল্লি থেকে ১৩০ কিমি দূরে বুলন্দশহরের মহাও এলাকায় গণ্ডগোল শুরু হয় বেলা ১১টা নাগাদ। এরপর তা আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে।

বিরোধীদের কড়া সমালোচনার মুখে যোগী সরকার

বিরোধীদের কড়া সমালোচনার মুখে যোগী সরকার

বুলন্দশহরে গণ্ডগোলের ঘটনায় বিরোধীদের কড়া সমালোচনার মুখে যোগী সরকার। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ বব্বর বলেছেন, নিজের রাজ্য নিয়ে লম্বা লম্বা কথা বলেন যোগী। সেইজন্য তিনি অন্য রাজ্য সফরে গিয়েছেন। বর্তমানে উত্তর প্রদেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে গিয়েছে। পুলিশ কর্মীরাও সেখানে নিরাপদ নন বলে কটাক্ষ করেছেন বব্বর।

বুলন্দশহরের ঘটনাকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের হত্যার ঘটনা প্রমাণ করে, উত্তর প্রদেশে জঙ্গল রাজ চলছে।

৩ টি আলাদা তদন্ত

৩ টি আলাদা তদন্ত

যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় তিনটি আলাদা তদন্ত করা হবে। একটি তদন্ত করবে স্পেশাল ইনভেসটিগেশন টিম। অপর একটি তদন্ত করবেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন্টেলিজেন্স। তৃতীয় তদন্তটি করবেন ম্যাজিস্ট্রেট। লখনৌ-এ একথা জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা আনন্দ কুমার।

ডিজি আইনশৃঙ্খলা আনন্দ কুমার জানিয়েছেন, স্থানীয় গ্রামের বাইরে ফরেস্টের কাছে গরুর হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই সেখানে ভিড় বাড়তে থাকে। গোহত্যার অভিযোগ করতে শুরু করেন তাঁরা।

( ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Cop, villager killed in Bulandshahr clashes; UP sets up probe team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X