For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষককে থানায় ডেকে মার, বাধ্য করা হল মূত্রপানে, ওসি সাসপেন্ড

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ
ঝাঁসি, ১২ অগস্ট: এক কৃষককে বেধড়ক মারধর করার পর তাঁকে মূত্রপানে বাধ্য করল পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে ওসি-কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর জেলার মেহরোনিতে।

স্থানীয় কৃষক কাঁসিরামের অভিযোগ, ভুরদানা গ্রামে তাঁর কয়েক বিঘা জমি রয়েছে। কিছুদিন ওই জমি ঘিরে প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল চলছিল। এ নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ কিছু তো করেইনি, উল্টে গত শনিবার মেহরোনি থানার ওসি বিজয়কুমার সিং তাঁকে ডেকে পাঠান। বলেন, বিতর্কিত জমিতে চাষ করার দরকার নেই। কাঁসিরাম এতে আপত্তি করলে ওসি অগ্নিশর্মা হয়ে ওঠেন। তাঁকে থানার ভিতরে বেধড়ক মারধর করা হয়। মাটিতে ফেলে পেটে, বুকে, মুখে লাথি মারা হয়। কাঁসিরামের ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে। অত্যাচারের জেরে তিনি জল চাইলে ওসি এবং দুই কনস্টেবল তাঁর মুখে প্রস্রাব করে দেয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে যান। মঙ্গলবারই সাক্ষাৎ করেন পুলিশ সুপারের সঙ্গে। তাঁকে সব কথা জানান লিখিতভাবে। ক্ষুব্ধ পুলিশ সুপার বিজয় যাদব সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওসিকে সাসপেন্ড করেন। তিনি বলেন, "অভিযোগ গুরুতর। এমন ঘটনা আমরা বরদাস্ত করব না। ঘটনায় উপযুক্ত তদন্তের নির্দেশ দিয়েছি। দোষী প্রমাণিত হলে ওসি-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।"

English summary
Cop assaulted farmer, forced him to drink urine, SP took action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X