For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বন্ধু ইমরানকে বোঝান,ওঁর জন্য আপনাকে গালি শুনতে হচ্ছে', সিধুকে তোপ প্রথম সারির কংগ্রেস নেতার

মঙ্গলবার এক টিভি বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন পুলওয়ামাকাণ্ড নিয়ে ভারত প্রমাণ দিলেই ব্যবস্থা নেবে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার এক টিভি বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন পুলওয়ামাকাণ্ড নিয়ে ভারত প্রমাণ দিলেই ব্যবস্থা নেবে পাকিস্তান। এরপরই ভারত ইমরান খানের এই বার্তাকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ করেছে। এর আগে , কংগ্রেস নেতা তথা পঞ্জাবের মন্ত্রী সিধুর সঙ্গে ইমরান-ঘনিষ্ঠতা , তথা পুলওয়ামা প্রসঙ্গে সিধুর বক্তব্য ঘিরে ক্রমেই দানা বাঁধে বিতর্ক। এবার উমরানের সঙ্গে সিধুর বন্ধুত্ব প্রসঙ্গে মুখ খুলেই তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

বন্ধু ইমরানকে বোঝান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সিধুকে তোপ প্রথম সারির কংগ্রেস নেতার

ইমরান খানের টিভি বার্তার পরই তাঁকে তাক করে সিধুকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয়সিং। তিনি বলেন,'নভজ্যোত সিং সিধুজি আপনার বন্ধু ইমরানকে বোঝান। ওঁর জন্য় আপনাকে সকলে কুকথা শোনাচ্ছে।' বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, ইমরান খানের সাহস থাকে তো মাসুদ আজহার, হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দিন। পাশাপাশি একাধিক টুইটে কংগ্রেস নেতা দাবি করেছেন , যেভাবে নিরীহ কাশ্মীরিদের উপর হামলা চলছে তা এক্কেবারে অনৈতিক।

বন্ধু ইমরানকে বোঝান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সিধুকে তোপ প্রথম সারির কংগ্রেস নেতার

ইমরান খান প্রসঙ্গে শুধুমাত্র দিগ্বিজয় সিংই নন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও তোপ দেগেছেন। অমরিন্দর সিং এর দাবি, পাকিস্তান প্রমাণ চাওয়ার আগে দেশের মধ্যে থাকা মাসুদ আজহারকে গ্রেফতার করুক। আর পাকিস্তান যদি তা করতে না পারে,তাহলে ভারত তা করে দেখাবে।

English summary
Senior Congress leader Digvijaya Singh on Tuesday engulfed in a political row over remarks following the Pulwama attack and alleged Navjot Singh Sidhu to be Pakistan Prime Minister Imran Khan’s friend. He also asked to convince Khan to act against terrorists.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X