For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে এসে খালিস্তানি জঙ্গিকে ভোজসভায় ডেকে বিপাকে কানাডার প্রধানমন্ত্রী

খালিস্তানি সাজাপ্রাপ্ত জঙ্গি জসপাল অটওয়াকে নয়াদিল্লিতে নৈশ ভোজসভায় ডেকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিপাকে পড়লেন।

  • |
Google Oneindia Bengali News

কানাডার সরকার খালিস্তানি আন্দোলনকে সমর্থন জানানোয় সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সফরে এসে নরেন্দ্র মোদীর খাতির পাননি। এমন বিতর্ক উসকে উঠেছিল। সেই বিতর্ক থিতিয়ে পড়তে না পড়তেই আর এক বিতর্ক সামনে এল। খালিস্তানি সাজাপ্রাপ্ত জঙ্গি জসপাল অটওয়ালকে নয়াদিল্লিতে নৈশ ভোজসভায় ডেকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিপাকে পড়লেন।

ভারতে এসে খালিস্তানি জঙ্গিকে ভোজসভায় ডেকে বিপাকে ট্রুডো

ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রচার হতেই বিপাকে পড়ে গিয়েছে কানাডার প্রশাসন। ভারত খালিস্তানি জঙ্গি আন্দোলনকে সমর্থন করে না। কোনও ধরনের নাশকতামূলক আন্দোলনেই ভারতের সায় নেই। সেটা কানাডা জানে। তা সত্ত্বেও খালিস্তানি আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন ট্রুডোর মন্ত্রিসভার সদস্যরা। তারপরে ট্রুডোর ভারত সফরের সময় এই ঘটনা ঘটল।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। জসপাল সহ তিনজনকে ১৯৮৬ সালে অকালি দলের নেতা মলকাইত সিং সিধুর উপরে হামলার জন্য সাজা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল ভ্যানকুভার দ্বীপে।

সেই সময়ে পাঞ্জাবের মন্ত্রী ছিলেন সিধু। সেই হামলায় প্রাণে বাঁচলেও ১৯৯১ সালে শিখ জঙ্গিদের আক্রমণে প্রাণ হারান তিনি।

এদিকে জসপাল অটওয়াল ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের প্রাক্তন সদস্য। এই দলটি খালিস্তান আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল। সেই সংগঠনকে কানাডাই ২০০৩ সালে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সংগঠনের প্রাক্তন সদস্য কী করে কানাডার প্রধানমন্ত্রীর নৈশভোজে আমন্ত্রিত হয় তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

English summary
Khalistani terrorist Jaspal Atwal on Canadian PM Justin Trudeau’s dinner guest list, invite withdrawn after media reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X