For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিতে সিডিসির ভোলবদল, ধোঁয়াশা চিকিৎসকমহলে

করোনাকালে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিতে সিডিসির ভোলবদল, ধোঁয়াশা চিকিৎসকমহলে

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের গতিবিধি নিয়ে ইতিমধ্যেই নয়া নির্দেশিকা প্রকাশ করতে দেখা গেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসিকে। যেখানে স্পষ্ট ভাবেই বলা হচ্ছে করোনা ঠেকাতে আগের যে ৬ ফুটের শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছিল তাতেও বিশেষ কাজ হবে না। একইসাথে এটাও বলা হয়েছে বদ্ধ জায়গায় ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বায়ুর মাধ্যমেও ছড়াতে পারে নোভেল করোনাভাইরাস। যদিও এই নির্দেশিকা নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর। ভিন্ন মতও প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

করোনাকালে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিতে সিডিসির ভোলবদল, ধোঁয়াশা চিকিৎসকমহলে

সিডিসুর মতে মারণ করোনা অনেক সময়েই ক্ষুদ্র ক্ষুদ্র কণার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, যা বাতাসে দীর্ঘ সময় অক্ষতও থাকে। পাশাপাশি বদ্ধ জায়গায় এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধির আশঙ্কাও অনেক বেশি। এদিকে বিশ্বজোড়া বিতর্কের মুখে পড়ে আগের অবস্থান থেকে সম্পূর্ণ ১৮০ ঘুরে অন্য সুরে কথা বলতে দেখা গেল সিডিসিকে। সেখানে সাফ জানানো হয়েছে ৬ ফুট দূরত্বে মেনে চালার পরেও সংক্রমণের আশঙ্কা থাকলেও এই হার অনেকটাই। পাশাপাশি এর ফলে আমেরিকায় করোনা বিধির ক্ষেত্রে সামাজিক দূরত্বের যে বর্তমান নির্দেশিকা জারি রয়েছে তাও আগেও মতোই বলবত থাকবে।

এদিকে অনেকে বিশেষজ্ঞই সিডিসির আগেই নির্দেশিকাকে ক্রুটিপূর্ণ বলেও দাগিয়ে দেন। তাদের মতে সিডিসির নির্দেশিকা ব্যাতিরেকেও আরও তাড়াতাড়ি ছড়াতে পারে করোনা। এই জন্য সর্বদা মাস্ক ব্যবহারের পক্ষেই সওয়াল করছেন তারা। এদিকে সিডিসি-র আগের সংশোধিত নির্দেশিকার পর মার্কিন মুলুকে রেস্তরাঁ, পার্ক, অফিস সহ সরকারি বেসরকারি প্রতিষঅঠানে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকানুন বদলাবে তা বলাই বাহুল্য। কিন্তু তার আগেই তাদের এই পরস্পর বিরোধী মন্ত্যবে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে তা নিয়ে চিন্তিত চিকিৎসকমহল।

মোদীর আয়ুস্মান ভারতে আপত্তি নেই মমতার, বাংলায় চালু করতে শর্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরমোদীর আয়ুস্মান ভারতে আপত্তি নেই মমতার, বাংলায় চালু করতে শর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
controversy over cdcs conflicting comments on social distance rules in coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X