For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মকর সংক্রান্তির দিন গোমাংসের প্রচার পর্যটন বিভাগের টুইটারে! বিতর্কে দক্ষিণের এই রাজ্য

মকর সংক্রান্তির দিন গোমাংসের প্রচার পর্যটন বিভাগের টুইটারে! বিতর্কে দক্ষিণের এই রাজ্য

  • |
Google Oneindia Bengali News

ফের একবার গোমাংস ঘিরে বিতর্কের সূত্রপাত। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী রাজ্য কেরল। সেখানে মকর সংক্রান্তির দিন রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটার পেজে গোমাংসের বিজ্ঞাপন দেওয়ার রীতিমতো বিতর্ক দানা বাঁধে সোশ্যাল মিডিয়ায়।

মকর সংক্রান্তির দিন গোমাংসের প্রচার পর্যটন বিভাগের টুইটারে! বিতর্কে দক্ষিণের এই রাজ্য

বাম শাসিত কেরলের রাজ্য সরকারের তরফে কেন এমন টুইট মকর সংক্রান্তির দিন এল, তা নিয়ে বহু জনই প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, কেরলের গোমাংসের অন্যতম জনপ্রিয় ডিশ উলারথিয়াথু। আর সেই ডিশটিরই ছবি পোস্ট করা হয় সেরাজ্যের পর্যটন বিভাগের টুইটার পেজে। সেই বিজ্ঞাপনে কেরলের অন্যতম সুস্বাদু খাবার হিসাবে এই ডিশকে তুলে ধরা হয়। অন্যদিকে, নেটিজেনরা প্রশ্ন তোলেন, কেরল যখন পোঙ্গল উৎসবে মাতোয়ারা তখন এমন ডিশকে কেন প্রচারের আলোয় আনা হল?

তবে , বহু নেটিজেন দাবি করেছেন , কেরলের যত্রতত্রই রয়েছে এমন সুস্বাদু খাবার, ফলে এটিতে আলাদা করে দেখানোর কিছু নেই। এবার অনেকের দাবি, খাবারের সঙ্গে ধর্মের যোগ খোঁজার কোনও মানে হয়না! তবে গোটা বিতর্ক নিয়ে কেরল পর্যটন বিভাগের তরফে সেভাবে কোনও বক্তব্য এখনও উঠে আসেনি।

English summary
Controversy over Beef advertisement of Kerala tourism on Makar Sankranti .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X