For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিআইবি, বিজেপি, কংগ্রেসের টুইটে নেতাজির মৃত্যুদিনের উল্লেখ! সরকারে হাতে কী প্রমাণ, প্রশ্ন চন্দ্রের

নেতাজির মৃত্যু দিন উল্লেখ করল প্রেস ইনফর্মেশন ব্যুরো। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

নেতাজির মৃত্যুর দিনক্ষণ উল্লেখ করল প্রেস ইনফর্মেশন ব্যুরো। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। তাহলে কি কেন্দ্র সরকারের হাতে প্রমাণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাজি পরিবারের সদস্য তথা বিজেপি নেতা চন্দ্র বসু। এদিন শুধু প্রেস ইনফর্মেশন ব্যুরোই নয়, গুজরাত বিজেপির তরফ থেকে ১৮ অগাস্টের দিনটিকে নেতাজির মৃত্যু দিন বলে উল্লেখ করা হয়েছে।

পিআইবির টুইটে নেতাজির মৃত্যু দিন

পিআইবির টুইটে নেতাজির মৃত্যুদিন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

গুজরাত বিজেপির টুইটে উল্লেখ নেতাজির মৃত্যুদিন

দেশের স্বাধীনতা দেখার জন্য নেতাজি জীবীত ছিলেন না। উল্লেখ করা হয়েছে গুজরাত বিজেপির টুইটে।

কংগ্রেসের টুইটেও উল্লেখ নেতাজির মৃত্যু দিন

১৮ অগাস্ট দিনটিকে দেশের অন্যতম বড় স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিন হিসেবে স্মরণ করা হয়েছে কংগ্রেসের টুইটে।

সরকারকি মৃত্যুর দিনটিকে মেনে নিচ্ছে, উঠছে প্রশ্ন

সরকারকি মৃত্যুর দিনটিকে মেনে নিচ্ছে, উঠছে প্রশ্ন

১৮ অগাস্ট তাইহুকুতে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজির। এমন কোনও প্রমাণ কি সরকারের হাতে রয়েছে? কীভাবে দেশের মানুষের কাছে কোনও প্রমাণ না দিয়েই এই দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে মেনে নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেতাজি পরিবারের সদস্য থেকে নেতাজির দল ফরওয়ার্ড ব্লক, সবারই মতে রহস্যের এখনও সমাধান হয়নি।
সরকার প্রচেষ্টা করেছে। ৯ টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তবে কেউই এখনও সঠিক তথ্য দিতে পারেননি বলে তাঁরা জানিয়েছেন। তাহলে কি দেশের কিংবা সরকারের হাতে প্রমাণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাজি পরিবারের সদস্য তথা বিজেপি নেতা চন্দ্র বসু।

English summary
Controversy arises over mentioning of Netaji's death day in PIB and BJP's tweeter. Theypaid tribute to Netaji.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X