For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে সূর্পণখা বলা নেতা ফের বিতর্কে! এবার যা বললেন যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক

ফের বিতর্কে উত্তর প্রদেশের বিজেপি এমএলএ সুরেন্দ্র সিং। সরকারি আধিকারিকদের তুলনা করলেন যৌন কর্মীদের সঙ্গে। এই বিজেপি বিধায়ক বলেছেন, সরকারি আধিকারিকরা যদি ঘুষ চান, তাহলে তাদের মার দিন।

  • |
Google Oneindia Bengali News

ফের বিতর্কে উত্তর প্রদেশের বিজেপি এমএলএ সুরেন্দ্র সিং। সরকারি আধিকারিকদের তুলনা করলেন যৌন কর্মীদের সঙ্গে। এই বিজেপি বিধায়ক বলেছেন, সরকারি আধিকারিকরা যদি ঘুষ চান, তাহলে তাদের মার দিন।

মমতাকে সূর্পণখা বলা নেতা ফের বিতর্কে! এবার যা বললেন যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক

উত্তর প্রদেশের বিজেপি এমএলএ সুরেন্দ্র সিং বলেছেন, সরকারি আধিকারিকদের থেকে যৌনকর্মীদের চরিত্র ভাল। কেননা টাকা নিয়ে তারা কাজ করেন। কিন্তু সরকারি আধিকারিকরা ঘুষ নেওয়ার পরেও যে কাজ করবেন, তার কোনও গ্যারান্টি নেই।

নিজের কেন্দ্রে দলের সমর্থকদের কাছ থেকে সরকারিকর্মী ঘুষ চেয়েছেন, এই অভিযোগে বিজেপি বিধায়ক সতর্কতা দিবসও পালন করেন।

ক্ষিপ্ত বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, যদি সরকারি আধিকারিকরা ঘুষ চান, তাহলে কষিয়ে আঘাত করুন। যদি তারা সৎভাবে কাজ না করেন, তাহলে জুতো দিয়ে মারুন।

বিতর্ক ওঠায় পরে নিজের বক্তব্যের সাফাইও দিয়েছেন তিনি। জনগণের স্বার্থেই তিনি এইসব কথা বলেছেন ওই বিধায়ক। নিজের সমর্থকদের জন্য তিনি জেলে যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে নিজের দল বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছিলেন তিনি।

কৈরানা ও নূরপুরের উপনির্বাচনে হারার পর এই বিজেপি বিধায়ক প্রকাশ্যেই হারের জন্য যোগী সরকারের মন্ত্রীদের দায়ী করেছিলেন। তারা পারদর্শী নন বলে মন্তব্য করেন এই বিধায়ক।

মাস কয়েক আগে এই বিজেপি বিধায়কই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবনের বোন সূর্পণখার সঙ্গে তুলনা করেছিলেন।

যদিও দলের তরফে এই বিধায়কের বক্তব্যের সাফাই দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী বলেছেন, এই বিধায়ক গ্রামের। তিনি এক কথা বলতে চেয়েছেন, কিন্তু পুরোটা বোঝাতে পারেননি।

English summary
Controversial UP BJP MLA compares government officials with prostitutes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X