For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীতা 'মেরি জান'-এর পর মুসলিমদের নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্য ভাইরাল! ব্যাখ্যা চাইল বিজেপি

বিজেপির তরফ থেকে উত্তরখণ্ডের রুদ্রপুরের বিধায়কের কাছ থেকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হল। মুসলিমদের নিয়ে মন্তব্যের জেরে বিধায়কের বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির তরফ থেকে উত্তরখণ্ডের রুদ্রপুরের বিধায়কের কাছ থেকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হল। মুসলিমদের নিয়ে মন্তব্যের জেরে বিধায়কের বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নিজের বিধানসভা এলাকায় রাজকুমার ঠুকরাল নামে ওই বিধায়ককে বলতে দেখা গিয়েছে, তাঁর মুসলিম ভোটের প্রয়োজন নেই। তাঁর আরও মন্তব্য কোন মুসলিম কিংবা মসজিদের সামনে মাথা নত করবেন না।

সীতা মেরি জান-এর পর মুসলিমদের নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্য ভাইরাল! ব্যাখ্যা চাইল বিজেপি

বিধায়ক জমায়েতে বলেছেন, তাঁর জীবন খোলা বইয়ের মতো। তিনি কখনও মুসলিমদের দরজায় যান না।। ইদেও তাদের সঙ্গে মিলিত হন না। তিনি বলেছেন, তাঁর মাথা শুধুমাত্র জমায়েতে থাকা মানুষের সামনে নত হবে। তবে তিনি কোনও মসজিদ কিংবা মুসলিম ব্যক্তির সামনে মাথা নত করবেন না। জীবনে কখনই তিনি কোনও মুসলিমের সঙ্গে কোনও কাজ করেননি বলেও জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক। পাশাপাশি তিনি বলেছেন, তারা যতক্ষণ জীবিত রয়েছেন, ভারতকে কেউ ভাঙতে পারবে না।

এদিকে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপির তরফ থেকে বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজ্য বিজেপির মুখপত্র দেবেন্দ্র ভাসিন রাজ্যে দলের সাধারণ সম্পাদক অনিল গোয়েলের নোটিশ ধরিয়েছেন রাজকুমার ঠুকরালকে।

ভাসিন জানিয়েছেন, যদি ঠুকরাল একসপ্তাহের মধ্যে বক্তব্যের ব্যাখ্যা জমা না দেন, তাহলে ধরে নেওয়া হবে বিধায়কের কিছু বলার নেই। এরপর ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজেপি বর্ণবাদে বিশ্বাস করে না বলেও জানিয়েছেন তিনি। তারা উন্নতি এবং সবার সহযোগিতায় বিশ্বাস করেন।
এই ভিডিও সম্পর্কে ওই বিধায়ক জানিয়েছেন, ভিডিওটি ২০১১ সালের। এলাকায় গোষ্ঠী সংঘর্ষের পর দেওয়া। সেই সময় রুদ্রপুর ১১-১২ দিন বন্ধ ছিল। ২০১২ সালের মার্চে তিনি বিধায়ক হয়েছেন বলেও জানিয়েছেন।
ঠুকরাল জানিয়েছেন, সোমবার তিনি দেরাদুন যাবেন, সেখানে দলের নেতৃত্বের কাছে ব্যাখ্যা দেবেন। একই মাসে দ্বিতীয়বার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়ালেন ঠুকরাল। এর আগে ১ অক্টোবর রুদ্রপুরের রামলীলায় রাবনের অভিনয় করতে গিয়ে সীতা 'মেরি জান' বলে বিতর্কে জড়ান।

English summary
Controversial comments of Uttarakhand BJP legislator against muslims goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X