পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন আসতে চলেছে ভারতে
আর বেশি দেরি নেই পুরুষদের জন্মনিরোধক ইনজেকশনের অনুমোদন দিতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। সেটার অনুমোদন মিললেই ভারতই হবে প্রথম দেশ যেখানে পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন ব্যবহার করা হবে। ইনজেকশনটির চূড়ান্ত অনুমোদনের জন্য ইতিমধ্যেই ড্রাগ কনট্রোলার জেনারেলের কাছে পাঠানো হয়েছে।

কী বলছেন গবেষণা
ইতিমধ্যেই ৩০৩ জনের মধ্যে সাফল্যের সঙ্গে এটি প্রয়োগ করা হয়েছে। তাতে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। ৯৭.৩ শতাংশ সফল হয়েছে। গবেষকরা জানিয়েছে একটি ইনজেকশনের কার্যকাল ১৩ বছর পর্যন্ত স্থায়ী থাকবে। তার পরেই এর কার্যক্ষমতা কমে যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রককেও এই গবেষণা সম্পর্কে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ।

চলেছে গবেষণা
আমেরিকাতেও বিজ্ঞানীরা এই ধরনের ইনজেকশন তৈরি করার গবেষণা শুরু করেছেন কিন্তু সেটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। ভারতীয় গবেষকরা অনেক আগেই সেটা তৈরি করে ফেলেছেন। সেকারণেই এটির অনুমোদন মিললে ভারতই হবে বিশ্বের প্রথম দেশ যেখানে পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন দেওয়ার ব্যবস্থা থাকবে।

ব্রিটেনে প্রয়োগ
এর আগে ২০১৬ সালে ব্রিটেন পুরুষদের জন্মনিরোধক বড়ি তৈরি করলেও সেটার পার্শ্বপ্রতিক্রিয়া বেশি থাকায় বন্ধ করে দিতে বাধ্য হয়। গত কয়েকমাস ধরেই জন্ম নিয়ন্ত্রণের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রামদেব কথা
কয়েকদিন আগে যোগ গুরু রামদেব তো বলেই ফেলেছিলেন ২টির বেশি সন্তান রয়েছে যাঁদের তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এই ইনজেকশন অনুমোদন পেলে ভারতের জন সংখ্যা নিয়ন্ত্রণ অনেকটা সফল হবে বলে মনে করা হচ্ছে।
'তোমাদের জন্মের আগের থেকে আমরা হিন্দুত্ববাদী ছিলাম', পদ্ম শিবিরকে তোপ শিবসেনার