For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রা, এপ্রিলেই ভয় ধরাচ্ছে গরম

Google Oneindia Bengali News

এপ্রিল শুরু হয়েছে সপ্তাহ ঘুরতে পারেনি, তারমধ্যেই রীতিমত ভয় ধরাচ্ছে গরম। মাস বাড়তেই বাড়বে গরমের দাপট, একথা আগেই জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আর সেই কথাই সত্যি করে চড়চড়িয়ে উপরে উঠছে থার্মোমিটারের পারদ। গোটা দেশজুড়ে একাধিক মহানগর সহ তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। অবস্থা এমন পর্যায় পৌঁছেছে যে বৈশাখ শুরু হওয়ার আগে থেকেই তাপপ্রবাহের আশঙ্কা করছে মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ সূত্রে খবর, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে জারি হয়েছে প্রবল তাপপ্রবাহের সতর্কতা।

দিল্লিতে তাপপ্রবাহ

দিল্লিতে তাপপ্রবাহ

দিন কয়েকের মধ্যেই দেশের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা স্পর্শ করবে এই পূর্বাভাস আগেই দিয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি। সেইমত শুক্রবারেই রাজধানীর বাতাসে অনুভব করা গেল গরম হল্কা। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক হলেও শুক্রবারের চিত্র সম্পূর্ণ অন্য। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দেশের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। দুই ক্ষেত্রেই যা স্বাভাবিকের থেকে ৫ডিগ্রি বেশি। পাশাপাশি দুপুরবেলা দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিনেও চলবে 'লু'এর দাপট, এমনটাই জানিয়েছে 'মৌসম ভবন'।

সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা

সর্বোচ্চ ও সর্বোনিম্ন তাপমাত্রা

বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুম অনুযায়ী স্বাভাবিক হিসেবেই মনে করেন আবহাওয়াবীদরা। কিন্তু শুক্রবার দিনের শেষে সর্বোনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। সেক্ষেত্রে তা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার তা আরও দুইধাপ উপরে উঠে ২৬ ডিগ্রি সেলসিয়াসের পয়েন্ট ধরবে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ মাত্র ২দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি প্রায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে শুক্রবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে সেখানেই শনিবারের তাপমাত্রা এক ধাপ বেড়ে হবে ৪২ ডিগ্রি সেলসিয়াস বলে খবর, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

আর্দ্রতায় অস্বস্তি

আর্দ্রতায় অস্বস্তি

গরমের সঙ্গে সঙ্গেই অস্বস্তি বৃদ্ধি করছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। শুক্রবার রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশের বেশি। অর্থাৎ সেক্ষেত্রে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে খবর। সেইসঙ্গে বাতাসের গুণগত মান ২৪৪ পয়েন্ট মাপা হয়েছে। অর্থাৎ ২০১ থেকে ৩০০ পয়েন্ট বাতাসের গুণগত মান মানে সেই বাতাসে দূষণমাত্রা ভালোই বেশি। তাই দিল্লির বাতাস বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের কাছে।

জারি সতর্কতা

জারি সতর্কতা

মাত্র এপ্রিলের প্রথম সপ্তাহের শেসেই এই রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়াবীদদের কপালে। অন্যদিকে এপ্রিলের মাঝামাঝি এই গরম আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিল্লির পাশপাশি মহারাষ্ট্রেও জারি উত্তাপের আঁচ। বৃহস্পতিবার এই রাজ্যের আকোলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার যদিও কিছুটা স্বস্তি দিয়ে তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি ও সর্বোনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারেও বহাল থাকবে প্রায় একই তাপমাত্রা। তবে মধ্য পশ্চিম ভারতের রাজ্জস্থান, দিল্লি ও হরিয়ানায় আগামী ৫দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর। সেইসঙ্গে তাপপ্রবাহ নিয়ে দিল্লিতে জারি হয়েছে সতর্কতা। বেলা বাড়ার পর বাড়ি থেকে রাস্তায় বেরোতে নিষেধ করেছে হাওয়া অফিস।

English summary
Continuous upward temperatures in Delhi, warning for heat wave in the capital of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X