For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' ইস্যুতে আদালত অবমাননার মামলা কার্নি সেনা প্রধানের বিরুদ্ধে, মামলায় নাম ৪ রাজ্য়ের

পদ্মাবত ছবির মুক্তি ঘিরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতিতে গতকালই উত্তাল হয়ে ওঠে দেশ। ছবি মুক্তি যাতে না হতে পারে, তার জন্য বিভিন্ন জায়গায় কার্যত তাণ্ডব চালায় কার্নি সেনা

  • |
Google Oneindia Bengali News

পদ্মাবত ছবির মুক্তি ঘিরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতিতে গতকালই উত্তাল হয়ে ওঠে দেশ। ছবি মুক্তি যাতে না হতে পারে, তার জন্য বিভিন্ন জায়গায় কার্যত তাণ্ডব চালায় কার্নি সেনা। এদিকে, আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছে , যে দেশের সমস্ত রাজ্যে মুক্তি পাবে পদ্মাবত। সুপ্রিমকোর্টের সেই নির্দেশ অমান্য করে এই উত্তেজনা সৃষ্টির জন্য রাজপুত কার্নি সেনা ও কার্নি সেনা প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

'পদ্মাবত' ইস্যুতে আদালত অবমাননার মামলা কার্নি সেনা প্রধানের বিরুদ্ধে, মামলায় নাম ৪ রাজ্য়ের

এছাড়াও আরেকটি পিটিশনে, দেশের ৪ রাজ্যের বিরুদ্ধেও একই মামলা দায়ের হয়েছে। বিহার, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতে , যেখানে পদ্মাবত মুক্তি পেতে দেওয়া হচ্ছে না, সেই রাজ্যগুলির বিরুদ্ধেও দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। রাজ্যগুলির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন তহেসিন পুনাওয়ালা নামের এক কংগ্রেস সমর্থক। দুটি পৃথক মামলাই দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলার রায় ২৯ জানুয়ারি শোনানো হবে সুপ্রিমকোর্ট।

এর আগে, গুজরাত , রাজস্থান, মধ্যপ্রদেশ , বিহারের বিভিন্ন হল -এ তুমুল ভাঙচুর চালায় কার্নি সেনা। ঘটনার জেরে শো বন্ধ করার সিদ্ধান্ত নেয় এই রাজ্য়গুলির একাধিক প্রেক্ষাগৃহের মালিক সংগঠন ও মাল্টিপ্লক্স সংগঠনগুলি। সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছএ রাজ্যগুলির প্রশাসনের বিরুদ্ধে।

English summary
The Supreme Court will on January 29 hear two separate petitions seeking contempt action against four states as well as Sri Karni Sena for violating orders allowing the release of Padmaavat. The Bollywood period drama was screened today amid security.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X