For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় পাবলিক প্লেসে এই কাজ করলে হবেন গ্রেফতার, সাবধান

গোয়ায় প্রকাশ্যে মদ্যপানের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে, সামনের মাসেই এবিষয়ে আইনে প্রয়োজনীয় সংশোধন করে ফেলা হবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সমুদ্র সৈকতে মদ্যপান আগেই নিষিদ্ধ হয়েছে। এবার গোয়ায় প্রকাশ্যে মদ্যপানের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। সামনের মাসেই এবিষয়ে আইনে প্রয়োজনীয় সংশোধন করে ফেলা হবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। দিন পনেরোর মধ্যেই এবিষয়ে আবগারি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে তিনি।

[আরও পড়ুন: মোদীর জন্মদিনে বছরে ১০০ ঘন্টা চাইলেন মনোহর পার্রিকর, কেন জানেন][আরও পড়ুন: মোদীর জন্মদিনে বছরে ১০০ ঘন্টা চাইলেন মনোহর পার্রিকর, কেন জানেন]

গোয়ায় পাবলিক প্লেসে এই কাজ করলে হবেন গ্রেফতার, সাবধান

পার্রিকর জানিয়েছেন, কেউ যদি মদ্যপান করতে চান, তাহলে হোটলের ঘরে বা পানশালায় বসে মদ্যপান করতেই পারেন। কিন্তু প্রকাশ্যস্থানে মদ্যপান করা একেবারেই চলবে না। থাকবে না কোনও অন-শপ। কোনও মদবিক্রেতা যদি তার দোকানের সামনে মদ্যপানের অনুমতি দেয়, তাহলে তার লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। কোনও ব্যক্তিকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গেলে, জরিমানা তো হবেই, গ্রেফতারও করা হতে পারে ।

গোয়ায় পাবলিক প্লেসে এই কাজ করলে হবেন গ্রেফতার, সাবধান

পর্যটনের অন্যতম সেরা গোয়ায় সারা বছরই দেশ- বিদেশের পর্যটকের ভিড় থাকে। সেক্ষেত্রেই মদ্যপান করে প্রকাশ্যে গণ্ডগোল বাধা সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। এতদিন পর্যন্ত সমুদ্র সৈকতে বসেই মদ্যপান করা যেত। এমনকি গোটা গোয়াজুড়ে অজস্র অন-শপ থাকায় প্রকাশ্যেই মদ্যপান করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। মাস কয়েক আগেই বিচে বসে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। ধরপাকড়ও শুরু হয়েছে। এবার প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করে গোয়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী পার্রিকর।

English summary
Consuming liquor at public places will be banned in Goa soon, says Chief Minister Manohar Parrikar, govt will issue directives next month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X