For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটিজম আক্রান্তদের জন্য আস্ত একটি শহর তৈরি হচ্ছে বাংলায়

একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতার অদূরে তৈরি হতে চলেছে অটিজম আক্রান্তদের জন্য আস্ত একটি টাউনশিপ।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতার অদূরে তৈরি হতে চলেছে অটিজম আক্রান্তদের জন্য আস্ত একটি টাউনশিপ। এই ডিসঅর্ডারে আক্রান্ত শিশু কিংবা বয়স্করা সকলেই এখানে থাকা, চিকিৎসা, প্রশিক্ষণ সহ একাধিক সুবিধা পাবেন।

অটিজম আক্রান্তদের জন্য আস্ত একটি শহর তৈরি হচ্ছে বাংলায়

ইন্ডিয়ান অটিজম সেন্টার নামে এক স্বেচ্ছ্বাসেবি সংস্থা ২০১৩ সালের কোম্পানিস অ্যাক্ট অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার সিরাকোলে ৫২ একর জমিতে এই পরিকল্পনা রূপায়ন করবে।

রত্নাবলী গ্রুপ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তব রূপ পেতে চলেছে। জানুয়ারি থেকে শুরু হবে কাজ। আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের কথা এবছরের শুরুতে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ঘোষণা করা হয়েছিল। এবার তার কাজ শুরু হবে।

বাংলার শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, এই প্রকল্প অভিনব। এখানে ৩৫০ জনের মতো থাকার ব্যবস্থা থাকবে। ২০০ জন শিশু, নাবালক ও সাবালকের ডে কেয়ার-এর ব্যবস্থা করা হবে। এছাড়াও নানা ধরনের ট্রেনিং ও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এছাড়া অভিভাবকদের থাকার ব্যবস্থাও রাখা হবে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবে বলে জানানো হয়েছে।

English summary
Construction work for the autism township near Kolkata will begin in early 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X