For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগাল্যান্ডে সাংবিধানিক সঙ্কট, পদত্যাগ করতে নারাজ মুখ্যমন্ত্রী, নতুন সরকার গঠনে অনিশ্চয়তা

নাগাল্যান্ডে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তৈরি হচ্ছে সাংবিধানিক সঙ্কট। মুখ্যমন্ত্রী পদে কাজ করা নাগা পিপলস ফ্রন্টের নেতা টিআর জেলিয়াং জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। কারণ তাঁদের সরকার গড়ার সুযোগ আছে।

  • |
Google Oneindia Bengali News

নাগাল্যান্ডে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তৈরি হচ্ছে সাংবিধানিক সঙ্কট। মুখ্যমন্ত্রী পদে কাজ করা নাগা পিপলস ফ্রন্টের নেতা টিআর জেলিয়াং জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। কারণ তাঁদের সরকার গড়ার সুযোগ রয়েছে।

নাগাল্যান্ডে সাংবিধানিক সঙ্কট, পদ ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী

এনপিএফ সোমবার জানিয়েছে, ভোটের আগে এনপিপি ও জেডিইউ-র সঙ্গে জোট করে তাঁরা ভোটে লড়ছে বলে রাজ্যপালকে চিঠি দিয়েছে। ফলে এখন শুরু প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের। আর তাছাড়া কোনও মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার আগে পুরনো জন কেয়ারটেকার হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন।

এই ঘটনা জানতে পেরেই উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোটের আহ্বায়ক অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এনপিএফের সঙ্গে জোট শেষ হয়ে গিয়েছে। বিজেপি ১৫ বছর এনপিএফের সঙ্গে জোটে ছিল। তবে ভোটের আগেই এনপিএফ ছেড়ে আমরা এনডিপিপি-র সঙ্গে জোট বেঁধেছি।

যদিও হিমন্তের কথা শুনে এনপিএফের আর একটি সূত্রের দাবি, এখনও বিজেপির সঙ্গে তাদের জোট রয়েছে। অথচ বিজেপি বলছে, এনডিপিপির সঙ্গে মিলে বিজেপি জোটের পূর্ণ বহুমত রয়েছে। তাদের সরকার গঠন করতে দেওয়া উচিত। এই অবস্থায় এনডিপিপি ও বিজেপি সরকার গঠনে প্রস্তুত হয়ে বসে রয়েছে। এখন দেখার রাজ্যপাল পিবি আচার্য কী সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ৬০টি আসনের নাগাল্যান্ড বিধানসভায় বিজেপি ও এনডিপিপি জোট ২৮টি ও এনপিএফ ২৭টি আসন পেয়েছে।

English summary
Nagaland seems to be heading for a constitutional crisis as NPF has ruled out chief minister TR Zeliang quitting office, saying its effort to form the next government is still on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X