For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সখ্য শেষ, একে এপরকে এবার আক্রমণে নামলেন মোদী-জয়ললিতা

Google Oneindia Bengali News

সখ্য শেষ, একে এপরকে এবার আক্রমণে নামলেন মোদী-জয়ললিতা
চেন্নাই, ১৪ এপ্রিল : অবশেষে প্রাকাশ্যে একে অপরকে আক্রমণে নামলেন নরেন্দ্র এআইএডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রধানমন্ত্রী জয়ললিতা ও বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী জয়ললিতা। লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে জয়ললিতার এআইএডিএমকেই জোটের জন্য বিজেপির প্রথম পছন্দ হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু রবিবার দুজনে দুজনকে যেভাবে আক্রমণ করলেন তাতে চিত্রটা অনেকটা বদল্ গেল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

রবিবার কারুরে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। জয়ললিতার অভিযোগ বিজেপি 'বিশ্বাসঘাতক'। তামিলনাড়ু-কর্ণাটকে কাবেরি জল ভাগাভাগি ইস্যুতে বিজেপিও যে কংগ্রেসের থেকে খুব এখটা আলাদা নয় তা জানিয়ে দেন জয়ললিতা। এদিন জয়ললিতা বলেন, বিজেপির নজর শুধু লোকসভা কেন্দ্রে আসনগুলির দিকে। ২০১৪ সালের নির্বাচনী ইস্তাহারে কাবেরি ইস্যুর কোনও উল্লেখ পর্যন্ত নেই বলে বিজেপিকে আক্রমণ করেন তিনি। আবেগপ্রবণ বিষয়গুলির ক্ষেত্রে ডিএমকে, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা সবাই একই প্রকারের।

যদিও জয়ললিতাকে তার উত্তর দিতে একটুও সময় নষ্ট করেননি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে ৬ দলের জোটের পর নরেন্দ্র মোদী বলেন, এআইএডিএমকে শুধু ডিএমকে-র সঙ্গে লড়াই করে চলেছে। জণকল্যাণ নিয়ে ওদের মাথাব্যাথা নেই।

এদিকে তামিলনাড়ুর জেলেদের উপর শ্রীলঙ্কার আক্রমণের প্রসঙ্গ টেনে মানুষের আবেগকে উস্কে দিয়ে নরেন্দ্র মোদী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় এলে তামিলনাড়ুর জেলেরদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে।

নির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছে, তামিলনাড়ুর আসনের সিংহভাগই লোকসভা নির্বাচনে পাবেন জয়ললিতা। যত বেশি আসন তিনি পাবেন, কোনও দল সরকার গড়ার ক্ষেত্রে সংখ্য়াগরিষ্ঠতা না পেল সরকার গড়ার জন্য জয়ললিতার সমর্থনের প্রয়োজন তত বেশি প্রকট হবে।

অ-কংগ্রেসি ও অ-বিজেপি দলগুলি নিয়ে বিকল্প ফ্রন্ট গড়ার বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এর ফলে জল্পনা তৈরি হয়, প্রয়োজনে বিজেপিকে সমর্থন দেওয়ার জন্যই তৈরি হচ্ছিলেন। অতীতে নরেন্দ্র মোদীকে ভাল বন্ধু বলে ব্যাখ্যা করেছিলেন জয়ললিতা। এমনকী ২০১২ সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সময় মোদীর আমন্ত্রণে গুরাতের সংশ্লিষ্ট সভায় উপস্থিত ছিলেন জয়ললিতা।

English summary
Considered close, Narendra Modi and Jayalalithaa target each other
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X