For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক সরকারের অনুরোধ বিবেচনা করা হবে, জানালেন রভীশ কুমার

পাক সরকারের অনুরোধ বিবেচনা করা হবে, জানালেন রভীশ কুমার

Google Oneindia Bengali News

ইমরান খানের সরকার যদি অনুরোধ করে তবেই ভারত বিবেচনা করে দেখবে যে করোনাভাইরাস প্রভাবিত উহান প্রদেশ থেকে পাকিস্তানি পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে আসা হবে কিনা। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার।

পাক পড়ুয়াদের আবেদন ইমরান খানকে

পাক পড়ুয়াদের আবেদন ইমরান খানকে

তিনি বলেন, ‘‌আমরা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনও অনুরোধ পাইনি। কিন্তু যদি এ ধরনের কোনও পরিস্থিতির সৃষ্টি হয়, তবে আমরা অবশ্যই তা বিবেচনা করে দেখব।'‌ একশোরও বেশি অসহায় পাক পড়ুয়া করোনাভাইরাস কবলিত উহান প্রদেশে আটকে রয়েছেন। তাঁরা ইমরান খানের সরকারকে অনুরোধও করেছেন যে তাঁদের যেন এই মারণ প্রদেশে হুবেই থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পাকিস্তান যাতে এ বিষয়ে ভারতের সাহায্য নেয় সে বিষয়েও পাক সরকারকে আবেদন করেছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই ভারত সরকার বেজিংয়ের সহায়তায় চিন থেকে ৬৪০ জন ভারতীয়কে উদ্ধার করে নিয়ে এসেছে, জানিয়েছেন রভীশ কুমার।

১০ জন ভারতীয়কে উদ্ধার করা যায়নি

১০ জন ভারতীয়কে উদ্ধার করা যায়নি

বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান এই উদ্ধার ছাড়াও ১০ জন আরও ভারতীয় রয়েছেন যাঁরা চিন থেকে এ দেশে ফিরতে চান, কিন্তু স্বাস্থ্য স্ক্রিনিং পদ্ধতি স্পষ্ট না হওয়ায় তাঁদের উদ্ধার করা যায়নি। তিনি বলেন, ‘‌আমরা নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সম্ভাব্যময় সব ধরনের বন্দোবস্ত করছি যাঁতে তাঁরা ফিরে আসতে পারেন।'‌ রভীশ কুমার জানিয়েছন যে করোনাভাইরাস সংক্রমণের জন্য চিন থেকে প্রাপ্ত সাধারণ ভিসা এবং সমস্ত বিদ্যমান ই-ভিসা এখন আর বৈধ নয়।

চিন থেকে ভারতীয়দের নিয়ে আসার উদ্যোগ

চিন থেকে ভারতীয়দের নিয়ে আসার উদ্যোগ

রবিবার চিন থেকে দ্বিতীয় পর্যায়ে ৩২৩ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয় উহান থেকে। এয়ার ইন্ডিয়ার বিমানে ৩২৩ জন ভারতীয়র সঙ্গে ৭ জন মালদ্বীপের বাসিন্দাও ছিলেন। ভারতের পক্ষ থেকে চিনা পর্যটক ও চিনের বাসিন্দাদের জন্য ই-ভিসা পরিষেবা সাময়িককালের জন্য বন্ধ রেখেছে।

English summary
External Affairs Ministry spokesperson Raveesh Kumar on Thursday said India can consider if requested by Imran Khan government for the evacuation of Pakistani students from coronavirus-hit Wuhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X