For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনি গেরোয় আধার-ভোটার লিঙ্ক, কংগ্রেসের চ্যালেঞ্জে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

আইনি গেরোয় আধার-ভোটার লিঙ্ক, কংগ্রেসের চ্যালেঞ্জে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

Google Oneindia Bengali News

ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের তরফে এই আইন বাতিল করার দাবি জানানো হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজওয়ালা জানিয়েছেন, এই আইন অসংবিধানিক। দেশবাসীর গোপনীয়তা ও সমতার অধিকারকে লঙ্ঘন করবে এই আইন। রণদীপ সুরজওয়ালার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের কারণ

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের কারণ

নির্বাচনী সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করার প্রকল্প শুরু করে নির্বাচন কমিশন। এক ব্যক্তির একাধিক ভোটার কার্ডের অভিযোগ বার বার দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে। সেই কারণেই নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের সিদ্ধান্ত নেয়। এরফলে এক ব্যক্তির একাধিক ভোটার কার্ডের মতো ঘটনা এড়ানো যাবে। নির্বাচনী আইন সংশোধনের সময় কেন্দ্রের তরফে জানানো হয়, একাধিক রাজ্যে জাল ভোটারের সংখ্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া আইনের বিরোধিতায় একজোট বিরোধীরা

নয়া আইনের বিরোধিতায় একজোট বিরোধীরা

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন, এই আইনের ফলে দেশের নাগরিক নন এমন ভোটারের সংখ্যা বেড়ে যাবে। কংগ্রেস জানায়, শীতকালীন অধিবেশনে সংসদে এই বিলটি পেশ করা হয়েছিল। এই আইনের ত্রুটির বিষয়ে সংসদে কোনও আলোচনা হয়নি। বিলটি পেশ করার ২৪ ঘণ্টার মধ্যেই সংসদের দুই কক্ষে তা পাস হয়ে যায়। কংগ্রেস ছাড়াও এমকে স্ট্যালিনের দল ডিএমকে, শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা ও বিএসপি এই আইনের বিরোধিতা করেছে।

নয়া আইনে জাল ভোটারের সংখ্যা বাড়বে

নয়া আইনে জাল ভোটারের সংখ্যা বাড়বে

কংগ্রেস সাংসদ শশী থারুর একটি সাক্ষাৎকারে বলেন, আধার কার্ড কোনও নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ড হল ভারতে বাস করার প্রমাণপত্র। অন্যদিকে, ভোটার কার্ড হল ভারতের নাগরিকত্বের প্রমাণ। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের যোগ অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে। আধার কার্ড ও ভোটার কার্ডকে সমতুল্য করার প্রক্রিয়ার চেষ্টা চলে। যদি নির্বাচনে ভোটার কার্ডের পরিবর্তে আধার কার্ডের গ্রহণযোগ্যতা বাড়ানো হয়, সেক্ষেত্রে দেশের নাগরিক নন এমন অনেক ব্যক্তি ভোটের অধিকার পাবেন। এতে জাল ভোটার কমবে না। বরং জাল ভোটারের সংখ্যা একলাফে কয়েকগুন বেড়ে যাবে।

আইনমন্ত্রী কিরণ রিজিজুর দাবি

আইনমন্ত্রী কিরণ রিজিজুর দাবি

আইনমন্ত্রী কিরণ রিজিজু নয়া আইনের পক্ষে বলেছেন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ আবশ্যিক নয়। কোনও নাগরিক না চাইলে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নাও করাতে পারেন। সেটি সম্পূর্ণ দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি প্রাপ্তবয়স্ক কোনও নাগরিকের আধার কার্ড না থাকে, ভোটার কার্ডের তালিকা থেকে নাম সরানো হবে না। আপনি যদি ১৮ বছরের ঊর্ধ্বে হন, আপনার যদি ভোটার কার্ড থাকে, তাহলে আপনার ভোট দেওয়ার অধিকার রয়েছে। এরসঙ্গে আধার কার্ডের কোনও যোগ নেই।

অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজত! পার্থর সঙ্গে কালই পেশ আদালতেঅর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজত! পার্থর সঙ্গে কালই পেশ আদালতে

English summary
Congressed challenged law linking Aadhar, Voter ID hearing on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X