For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজিকে সম্মান দেয়নি কংগ্রেস', বললেন ক্ষুব্ধ কন্যা অনিতা

'নেতাজিকে সম্মান দেয়নি কংগ্রেস', বললেন ক্ষুব্ধ নেতাজী কন্যা অনিতা

Google Oneindia Bengali News

নেতাজিকে যথেষ্ট সম্মান দেয়নি কংগ্রেস। এই অভিযোগ করেই কংগ্রেসকে ধুয়ে দিলেন সুভাষ কন্যা অনিতা বসু পাফ। তিনি বলেছেন, "কংগ্রেসের একটা অংশ নেতাজির সঙ্গে অনেক অন্যায় করেছে। গান্ধীজি নেহরুকে সমর্থন করেছিলেন কারণ নেতাজি আর শান্তির পথে চলতে চাননি চেয়েছিলেন সশস্ত্র বিপ্লব'।

 নেতাজিকে সম্মান দেয়নি কংগ্রেস, বললেন ক্ষুব্ধ নেতাজী কন্যা অনিতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ইন্ডিয়া গেটে, সুভাষচন্দ্র বসুর গ্রানাইটের মূর্তি স্থাপন করা হবে। এই ঘোষণাকে 'মন ভাল করে দেওয়া খবর' বলে, জানিয়েছেন সুভাষ কন্যা অনিতা। তবে দেরি করে এই মূর্তি স্থাপনের ঘোষণায় তিনি অবাক। তিনি বলেছেন, 'কখনও না হওয়ার থেকে দেরি করে হলেও হল'। নেতাজির মূর্তি দেশের এমন বিশিষ্ট স্থানে স্থাপন করা হবে এমন আচমকা ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, 'ঘোষণা হঠাৎ করে হলেও, নিশ্চয়ই এর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে'। তবে তিনি ক্ষুব্ধ নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের কমিটির কাজ নিয়ে। তিনি বলেছেন ওই কমিটি কোনও কাজ করেনি। বলেছেন, 'আমাকেও ওই কমিটিতে রাখা হয়েছিল। কিন্তু, গত এক বছরে কোনও বৈঠক করেনি এই কমিটি, আমিও ডাক পাইনি'।

নেতাজির জন্মদিনের সঙ্গেই প্রকট হয়েছে গুমনামি বাবা তত্বওনেতাজির জন্মদিনের সঙ্গেই প্রকট হয়েছে গুমনামি বাবা তত্বও

নেতাজিকে নিয়ে রাজনৈতিক দলগুলির রাজনীতি নিয়ে অনিতা বলেছেন, 'রাজনৈতিক নেতারা আমার বাবার কাজকে তাদের নিজের উদ্দেশ্যে নষ্ট করে দিয়েছে।' সাম্প্রদায়িক রাজনীতি প্রসঙ্গে অনিতা বলেছেন, 'আমার বাবা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তা বলে তিনি কখনোই এই ধর্মের নামে কাউকে মেরে ফেলা হবে সেটাকে কোনওদিন সমর্থন করেননি আর সেটাই হয়। তিনি বলেছেন এই রাজনীতির জন্যই ইতিহাস বিকৃত হয়েছে। নেতাজির স্বাধীনতা সংগ্রামকেও বিকৃত করা হয়েছে। অনিতা বলেছেন, 'হ্যাঁ, আমার বাবা একবার নয় দু'বার হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু তার এক এবং একমাত্র উদ্দেশ্যে ছিল ভারতের স্বাধীনতা। দেশের।স্বাধীনতার জন্য তিনি বহির্বিশ্বের সাহায্য চাইছিলেন। এর মাধ্যমেই ব্রিটিশকে উৎখাত করতে চেয়েছিলেন। হিটলারের সঙ্গে দেখা করা মানেই যে তিনি ফ্যাসিজমকে সমর্থন করেছিলেন তা কিন্তু নয়'।

English summary
Congress wronged Neta Ji says Bose's daughter Anita Pfaff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X