বিজেপির সঙ্গে গোপন আঁতাত ফেসবুকের, মার্ক জুকারবার্গকে চিঠি দিল কংগ্রেস, সংসদীয় তদন্তের দাবি
ভারতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে শাসক দল বিজেপির গোপন আঁতাত ফাঁস হয়ে গিয়েছে। এই নিয়ে ফের ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে চিঠি দিল কংগ্রেস। এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয় চিঠি পাঠানো হল েফসবুককে। সংস্থার ইন্ডিয়া ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

জুকারবার্গকে চিঠি
ফের ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে চিঠি দিল কংগ্রেস। ভারতে ফেসবুক ইউনিটের সঙ্গে বিজেপির গোপন আঁতাত ফাঁস হয়ে গিয়েছে। তার পরেও কেন ভারতের ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই নিয়ে চিঠিতে সরব হয়েছে কংগ্রেস। এবং জুকারবার্গকে ভারতের ইউনিটের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে চিঠিতে।

সংসদীয় তদন্তের দাবি
সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার যৌথ সংসদীয় কমিটি তদন্ত দাবি করা হয়েছে। ভারতের ফেসবুক ইউনিটের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছে কংগ্রেস। এর আগে এই নিয়ে পার্লামেন্টারি প্যানেলের পক্ষ থেকে ফেসবুককে নোটিস পাঠানো হয়েছে। এই প্যানেলের নেতৃত্বে আবার রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

হোয়াসঅ্যাপের সঙ্গে যোগসাজস
শুধু ফেসবুক নয় হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগসাজস রয়েছে বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার টুইটকরে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন। ৪০ কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। রাহুল গান্ধী টুইটে অভিযোগ করেছেন মোদী সরকার যেসব তথ্যের প্রচার চান তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিতে টাকা দেয় বিজেপি।

ফেসবুককে প্রভাবিত করছে বিজেপি
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল চিঠিতে উল্লেখ করেছেন, হোয়াটসঅ্যাপের মালিকানাও ফেসবুকের হাতে। কাজেই সহজেই দুটি প্ল্যাটফর্মেই প্রভাব বিস্তার করতে পেরেছে বিজেপি। এই ঘটনার তদন্তের দাবিতে গত ১৭ অগাস্টও জুকারবার্গকে চিঠি দিয়েছিল বিজেপি। বিজেপি নেতাদের বিদ্বেষ মূলক মন্তব্য অনায়াসেই প্রচার করেছে ফেসবুক।