For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর অভ্যর্থনায় 'বম বম ভোলে' হাঁক পেড়ে সাসপেন্ড কংগ্রেস কর্মী

রাহুল গান্ধীর অভ্যর্থনায় 'বম বম ভোলে' হাঁক পেড়ে সাসপেন্ড তিন

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী নিজেকে শিব ভক্ত বলে দাবি করেছেন। সেটা জেনেই হয়ত তাঁর দলের তিন কর্মী এলাহাবাদে রাহুলকে 'বম বম ভোলে' হাঁক পেড়ে অভ্যর্থনা জানান। তবে সেজন্য সাসপেন্ড হতে হয়েছে তিন জনকেই। এলাহাবাদ জেলার কংগ্রেস প্রধান অনিল দ্বিবেদী তাঁদের সাসপেন্ড করেছেন বলে অভিযোগ।

রাহুল গান্ধীর অভ্যর্থনায় বম বম ভোলে হাঁক পেড়ে সাসপেন্ড কংগ্রেস কর্মী

গত সেপ্টেম্বরের ২৮ তারিখে এই ঘটনা ঘটেছে। বামরৌলি বিমানবন্দরে রাহুলের বিশেষ বিমান নামলে এলাহাবাদের জেলা কংগ্রেস সমর্থকেরা ভিড় জমান। কংগ্রেস সভাপতিকে অভ্যর্থনা জানানো হয়। বম বম বোলে, হর হর মহাদেব ধ্বনি তোলা হয়।

মধ্যপ্রদেশের চিত্রকূটে যাওয়ার আগে এলাহাবাদে ঘুরে যান রাহুল। তিনি চলে যাওয়ার পরে তিন কংগ্রেস কর্মী জানতে পারেন তাদের সাসপেন্ড হওয়ার কথা। তার মধ্যে একজন কর্মী হাসিব আহমেদ জানান, রাহুল তাঁদের অভ্যর্থনা শুনে প্রশংসাও করেছেন। তবে স্থানীয় নেতা দ্বিবেদী তা পছন্দ করেননি।

যদিও দ্বিবেদীর সাফাই, দলের নিয়ম ভাঙায় তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। নিরাপত্তার বিধিও তাঁরা ভেঙে ফেলেছেন বলে অভিযোগ করেছেন এই কংগ্রেস নেতা।

ঘটনা হল, রাহুল গান্ধীর কৈলাস মানস সরোবর যাত্রার সময়ে তাঁকে শিবভক্ত হিসাবে কংগ্রেস তুলে ধরেছিল। লোকসভা ভোটের আগেও শিবভক্ত রাহুলের প্রচারই নানা দিকে চলছে। তাহলে কেন তিনজন কংগ্রেস কর্মী ভোলে বাবার নামে স্লোগান তুলে সাসপেন্ড হলেন তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

English summary
Congress workers 'suspended' for chanting 'Bam Bam Bhole' on Rahul Gandhi's arrival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X