For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হতে চলেছে কংগ্রেস ইস্তেহার! থাকতে পারে যেসব বিষয়

মঙ্গলবারই সম্ভবত তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস। এই ইস্তেহারে দলত্যাগ বিরোধী আইনকে জোরদার করার প্রসঙ্গও থাকতে চলেছে বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারই সম্ভবত তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস। এই ইস্তেহারে দলত্যাগ বিরোধী আইনকে জোরদার করার প্রসঙ্গও থাকতে চলেছে বলে সূত্রের খবর। দলবদলের সঙ্গে সঙ্গে কোনও জনপ্রতিনিধির লোকসভা কিংবা বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এমনই প্রস্তাব রাখতে চলেছে কংগ্রেস। এছাড়াও ন্যূনতম আয়ের গ্যারান্টিও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে গরিব ও কৃষিজীবীদের জন্য এই প্রস্তাব রাখা হতে চলেছে।

দলত্যাগ বিরোধী আইন জোরদার করার প্রস্তাব

দলত্যাগ বিরোধী আইন জোরদার করার প্রস্তাব

সূত্রের খবর অনুযায়ী, বিধানসভার স্পিকারের হাতে দলবদলকারীদের অযোগ্য ঘোষণা করার দায়িত্ব রাখতে রাজি নয়। ইস্তেহারের খসরায় বিষয়টি উল্লেখ করেছিল কংগ্রেস। ডিসেম্বরে তেলেঙ্গানা বিধানসভায় নির্বাচনের পর থেকে ১৯ জন বিধায়কের মধ্যে ৯ জন ইতিমধ্যেই টিআরএস-এ গিয়েছেন। এছাড়াও ২০১৪ থেকে অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, তেলেঙ্গানা, কর্নাটক, গুজরাতে একের পর দলবদলের ধাক্কায় জেরবার কংগ্রেস। মূলত বিজেপির কাছে ক্ষমতা রাহানোর পর থেকেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ১৯৮৫ সালে সংবিধানের ৫২ তম সংশোধনী এনে দলত্যাগ বিরোধী আইন আনা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা দেওয়ার বিষয়টি কংগ্রেসের ইস্তেহারে স্থান পেতে পারে।

আয়ের গ্যারান্টি

আয়ের গ্যারান্টি

গত সপ্তাহে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন বছরে ন্যূনতম ৭২ হাজার টাকার আয়ের গ্যারান্টির কথা। গরিব পরিবারগুলি এর ফলে উপকৃত হতে পারবে বলে মনে করছে কংগ্রেস।

থাকতে পারে কৃষি ঋণ মকুবের কথাও

থাকতে পারে কৃষি ঋণ মকুবের কথাও

সবার জন্য স্বাস্থ্য, চাকরির সুযোগ তৈরি এবং কৃষি ঋণ মকুবের কথাও থাকতে পারে কংগ্রেসের ইস্তেহারে।

[আরও পড়ুন: ২০১৯-এও মোদী ঝড়! কংগ্রেসকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর, বললেন অমিত শাহ][আরও পড়ুন: ২০১৯-এও মোদী ঝড়! কংগ্রেসকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর, বললেন অমিত শাহ]

সমস্ত শূন্য সরকারি পদে পূরণ

সমস্ত শূন্য সরকারি পদে পূরণ

খসরা ইস্তেহারে দলের তরফ থেকে বলা হয়েছিল ক্ষমতায় আসার ১২ মাসের মধ্যে সরকারি ক্ষেত্রে থাকা সব শূন্য পদ পূরণ করা হবে। দেশে বেকারত্বের সঙ্গে লড়াই করতেই এই উদ্যোগ বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল।

[আরও পড়ুন:নিজের কেন্দ্রে প্রাক্তন নেতার রোষের মুখে দিলীপ ঘোষ! দিলেন পাল্টা জবাব][আরও পড়ুন:নিজের কেন্দ্রে প্রাক্তন নেতার রোষের মুখে দিলীপ ঘোষ! দিলেন পাল্টা জবাব]

English summary
Congress will release their manifesto on Tuesday for 2019 Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X