For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কংগ্রেস যে খারাপ ফল করবে সেপ্টেম্বর থেকেই জানতাম', দিল্লি ভোট নিয়ে এবার বোমা ফাটালেন শীলা-পুত্র

'কংগ্রেস যে খারাপ ফল করবে সেপ্টেম্বর থেকেই জানতাম', দিল্লি নির্বাচন নিয়ে বোমা ফাটালেন শীলা-পুত্র

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে ভোটের প্রাথমিক গণনা শেষ হতেই মোটামুটি ফলাফলের ট্রেন্ড প্রকাশ্যে আসতে শুরু করে। আর তাতে দেখা যায় পর পর ৩ বার জিততে চলেছে কেজরিওয়াল শিবির। আম আদমি পার্টির জয় যেমন একদিকে দিল্লি নির্বাচনের নিরিখে বড় বিষয় হয়ে উঠতে শুরু করেছে, আর অন্যদিকে তেমনই কংগ্রেসের হার তথা একটিও আসন না পাওয়া জাতীয় রাজনীতির ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর এই নিয়ে এবার মুখ খুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসনেত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ।

'জানতাম কংগ্রেস খারাপ ফল করবে'

'জানতাম কংগ্রেস খারাপ ফল করবে'

এদিন সন্দীপ দীক্ষিত বলেন, 'আমি সেপ্টেম্বর থেকেই জানতাম যে কংগ্রেস খুব খারাপ ফল করবে। ', কংগ্রেসের অন্দরে থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের এই বিস্ফোরক বক্তব্য নিঃসন্দেহে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে উস্কানিমূলক।

কংগ্রেসের অন্দরে কোন্দল?

কংগ্রেসের অন্দরে কোন্দল?

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের তরফে সন্দীপের দাবি, 'কংগ্রেসের দিল্লির প্রধানের উদাসিনতা .. দিল্লির ২ থেকে ৩জন কংগ্রেসকর্মী এই হারের জন্য সরাসরিভাবে দায়ী।' এমন দাবি করে দিল্লি কংগ্রেসের অন্দরের কোন্দলকে আরও স্পষ্ট করে দিয়েছেন সন্দীপ। মনে করা হচ্ছে একাধিক জায়গায় কংগ্রেসের সাংগঠনিক শক্তির অভাবের জেরেই কংগ্রেস শোচনীয় হারের মুখে পড়েছে দিল্লিতে।

কাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন সন্দীপ?

কাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন সন্দীপ?

সন্দীপ দীক্ষিতের দাবি বুথ ফেরত সমীক্ষার রিপোর্টই দিল্লির ক্ষেত্রে সত্যি হবে। আর কংগ্রেসের হার নিয়ে এক এক জন এক এক কথা বলবেন । শেষে সবটাই 'ঢাকা' পড়ে যাবে বলে জানিয়েছেন সন্দীপ।

কংগ্রেস ও দিল্লি নির্বাচন

কংগ্রেস ও দিল্লি নির্বাচন

১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে ক্ষমতা দখল করে রেখেছিল কংগ্রেস। সেই কংগ্রেস ২০২০ সালের নির্বাচনে কার্যত কোণঠাসা। শাহিনবাগ থেকে সিএএ, জামিয়ায় গুলিচালনা কাণ্ডের মতো একের পর এক ঘটনা দিল্লিতে হয়ে গেলেও সেই সমস্ত ইস্যুকে সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে কার্যত হাত খালি করেই ঘরে ফিরেছে রাহুল গান্ধীর দল।

২০২০ দিল্লি নির্বাচন: বিজেপি কি হারের আগেই হেরে গেল! পার্টি অফিসের পোস্টার কোন বার্তা দিচ্ছে ২০২০ দিল্লি নির্বাচন: বিজেপি কি হারের আগেই হেরে গেল! পার্টি অফিসের পোস্টার কোন বার্তা দিচ্ছে

English summary
Delhi election Results 2020: Congress will perform very badly, I knew it from September, reveals Congress insider .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X