For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বেচ্ছাচার আর দুর্নীতিতে ডুবে গিয়েছে মোদীর সরকার! কড়া আক্রমণ করে আর কী বললেন সনিয়া

সরকার স্বেচ্ছাচারিতা করছে। উন্নয়নের নামে শুধুই নাটক চলছে। কংগ্রেসের ৮৪ তম অধিবেশনে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। একইসঙ্গে তাঁর অভিযোগ দুর্নীতি ডুবে গিয়েছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

সরকার স্বেচ্ছাচারিতা করছে। উন্নয়নের নামে শুধুই নাটক চলছে। কংগ্রেসের ৮৪ তম অধিবেশনে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। একইসঙ্গে তাঁর অভিযোগ দুর্নীতি ডুবে গিয়েছে সরকার। রাহুলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সনিয়া।

স্বেচ্ছাচার আর দুর্নীতিতে ডুবে গিয়েছে মোদীর সরকার! কড়া আক্রমণ করে আর কী বললেন সনিয়া

অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভয়-বিহীন দেশ গঠনের ডাক দেন সনিয়া গান্ধী। দুর্নীতি মুক্ত দেশ গঠনের আহ্বান জানা তিনি। অবিচারের বিরুদ্ধে কংগ্রেস সব সময়ই আওয়াজ তুলেছে বলে জানিয়েছেন সনিয়া।

গত চার বছরে কংগ্রেসকে ধ্বংস করতে কোনও পদক্ষেপই আর বাকি রাখেনি এই সরকার। শনিবার প্লেনারি সেশনে ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। কিন্তু কংগ্রেস কখনই ভয়ে জড়ো হয়ে যায়নি। মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে সনিয়া গান্ধী বলেন, ইউপিএ আমলের সফল প্রকল্পগুলিকে দুর্বল করা হয়েছে কিংবা অবজ্ঞা করা হয়েছে।

কঠিন কাজের মধ্যে দিয়ে দলকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন সনিয়া গান্ধী।

কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে এই আশা ব্যক্ত করে সনিয়া গান্ধী বলেন, প্রায় ৪০ বছর আগে চিকমাগালুর থেকে ইন্দিরা গান্ধীর জয় ভারতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। দল সেই রকমের ফল করবে বলে আশা প্রকাশ করেছেন সনিয়া গান্ধী। তিনি বলেন, কংগ্রেসের জয় দেশের জয়। এই জয় সকলের। কেননা কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, এটা একটা আন্দোলন।

ভবিষ্যতের নিশা নির্দেশ করতে দিল্লিতে বসেছে কংগ্রেসের অভিবেশন। সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম অধিবেশন। হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে দিশা নির্দেশ করতেই এই অধিবেশন। সারা দেশ থেকে প্রায় ১২ হাজার নেতা এই অধিবেশনে যোগ দিয়েছেন।

English summary
Congress will make the country which is free from fear of power says Sonia Gandhi in Plenary Session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X