For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল বনাম মোদী ‘কাঁটে কা টক্কর’ জ্যোতিরাদিত্যের রাজ্যে, ফিরে দেখা পরিসংখ্যান

২০১৯-এ লোকসভা। দেশে মহাযুদ্ধ। তার আগে সেমিফাইনাল হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই সেমিফাইনাল-যুদ্ধে মধ্যপ্রদেশের দিকে নজর রাজনৈতিক মহলে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ লোকসভা। দেশে মহাযুদ্ধ। তার আগে সেমিফাইনাল হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই সেমিফাইনাল-যুদ্ধে মধ্যপ্রদেশের দিকে নজর রাজনৈতিক মহলে। এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় বিজেপি। এ রাজ্যে ইনকামবেন্সি ফ্যাক্টর রয়েছে। লোকসভার আগে এই রাজ্যের ফলের দিকে তাকিয়ে মোদী-রাহুলও।

বিগত পাঁচ বছরে অনেক পরিবর্তন ঘটেছে। তবু একবার ফিরে দেখা যাক রাজ্যের পাঁচ বছর আগের ভোট-পরিসংখ্যানে। আজকের পরিস্থিতি বিচারে সেই পরিসংখ্যান কোন দিক নির্ণয় করে, দেখে নেওয়া যাক একনজরে।

মধ্যপ্রদেশে বিজেপির প্রাধান্য

মধ্যপ্রদেশে বিজেপির প্রাধান্য

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়ী হয়েছিল। ২৩০টি আসনের মধ্যে বিজেপি একাই দখল করেছিল ১৬৫টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আসন সংখ্যা ৫৮। আর মায়াবতীর বিএসপি এখানে পেয়েছিল চারটি আসন। নির্দল পায় তিনটি।

বিজেপি এগিয়েছে, পিছিয়েছে কংগ্রেস

বিজেপি এগিয়েছে, পিছিয়েছে কংগ্রেস

২০০৮-এর তুলনায় এখানে বিজেপি অনেকটাই আসন বাড়িয়েছিল। ২২টি আসন বাড়িয়ে বিজেপি পেয়েছিল ১৬৫টি। আর কংগ্রেস ১৩ কমে ৫৮। কমেছিল বহুজন সমাজবাদী পার্টিও। মায়াবতীর দলও তিনটি আসন হারিয়েছিল। তবে নির্দল ধরে রেখেছিল তিনটি আসনই।

ভোট শতাংশে টাফ ফাইট

ভোট শতাংশে টাফ ফাইট

২০১৩ বিধানসভা নির্বাচন বিজেপি এই রাজ্যে ৪৪.৮৮ শতাংশ ভোট পায়। কংগ্রেস সেখানে পায় ৩৬.৩৮ শতাংশ। অর্থাৎ সাড়ে ৮ শতাংশের ফারাক। এবার ইনকামবেন্সি ফ্যাক্টরে বিজেপি তাই চাপে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিজেপি নরেন্দ্র মোদীকে মুখ করে বৈতরণী পার হতে চাইছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। বিএসপির ভোট মাত্র ৬.২৯ শতাংশ। আর নির্দলের বাক্সে ভোট মাত্র ৫.৩৮ শতাংশ।

রাহুল-মায়াবতী একা একা

রাহুল-মায়াবতী একা একা

রাহুল চেয়েছিলেন বিজেপির সঙ্গে লোকসভার লড়াইটা বিধানসভা থেকেই শুরু করতে। সেই কারণে তিনি মায়াবতীর দলের সঙ্গে জোট চেয়েছিলেন। কিন্তু মায়াবতী পিছিয়ে গিয়েছেন। তিনি এককভাবে লড়াই করতে নামছেন মধ্যপ্রদেশে। জোট হলে বিজেপির সঙ্গে ভোট শেয়ারে খুব কাছাকাছি থাকত রাহুল-মায়াবতীর জোট। সেক্ষেত্রে বিজেপিকে কড়া টক্কর দেওয়া সম্ভব হত।

বিজেপি প্রাথমিক যুদ্ধে সফল

বিজেপি প্রাথমিক যুদ্ধে সফল

বিজেপির একটানা ক্ষমতায় থাকায় উল্টো স্রোত বইছে মধ্যপ্রদেশে। সেই প্রতিকূলতা কাটাতে একমাত্র ভৎসা নরেন্দ্র মোদী। আর বিজেপি চাইছিল যাতে মায়াবতীর সঙ্গে রাহুল গান্ধীর জোট না হয়। অবশেষে তা হয়নি। অর্থাৎ প্রাথমিক যুদ্ধটা জিতে গিয়েছে বিজেপি। বিরোধী ভোট কাটাকাটি হওয়ায় অ্যাডভান্টেজ বিজেপি।

English summary
Congress will give challenge to BJP in assembly election 2018 of Madhyapradesh. In 2013 BJP dominates in this state and gets 165 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X