For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশের পরবর্তী সরকার কংগ্রেসেরই! নির্দল বিধায়কদের সমর্থনের সিদ্ধান্ত

মধ্যপ্রদেশে সরকার গঠনে বাধা দূর। সূত্রের খবর অনুযায়ী চার নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে সরকার গঠনে বাধা দূর। সূত্রের খবর অনুযায়ী চার নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এছাড়াও এসপি এবং বিএসপিও কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছে। মধ্যপ্রদেশের রাজভবনে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বিজেপি সরকার গঠনের দাবি জানাবে না। ফলে নিজেদের পর্যাপ্ত সংখ্যা না থাকলেও কংগ্রেসই যে সরকার গড়তে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজেপি সরকার গঠনের দাবি জানাবে না

বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিজেপি সরকার গঠনের দাবি জানাবে না।

শিবরাজ সিং চৌহানের প্রতিক্রিয়া

বিদায়ী মুখ্যমন্ত্রী জানান তিনি মুক্ত।

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এসপির সমর্থন কংগ্রেসকে

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, তার দল মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করবে।

বিএসপির সমর্থন কংগ্রেসকে

বিএসপি নেত্রী মায়াবতী জানিয়েছেন, বিরোধ সত্ত্বেও তাঁর দল কংগ্রেসকে সমর্থন করবে।

মানুষ বিজেপির বিরুদ্ধে

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মানুষ বিজেপির বিরুদ্ধে বলে দাবি করেছেন মায়াবতী।

দুপুরে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, কমলনাথ দুপুরে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেলে দলের বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন।

English summary
Congress will form the next Govt In Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X