For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানা তৈরি করেও তেলেঙ্গানায় মুছে যাবে কং, দাবি সমীক্ষায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছবি
হায়দরাবাদ, ২১ ফেব্রুয়ারি: এত তাড়াহুড়ো করে তেলেঙ্গানা কেন তৈরি করল কংগ্রেস?

সহজ অঙ্ক, লোকসভা ভোটে তেলেঙ্গানা অঞ্চলের ১৭টি আসনের সিংহভাগ জিতে ফায়দা তোলা।

কিন্তু ইন্ডিয়া টুডে-সি ভোটার সমীক্ষা যদি সত্যি হয়, তা হলে তেলেঙ্গানাতেও কংগ্রেসের বিলকুল উবে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বলা ভালো, সীমান্ধ্র থেকে তো বটেই, তেলেঙ্গানা থেকেও মুছে যাবে কংগ্রেস।

কী বলা হয়েছে ওই নির্বাচনী সমীক্ষায়?

অন্ধ্রপ্রদেশে ৪২টি লোকসভা আসন। সীমান্ধ্রে ২৫টি ও তেলেঙ্গানায় ১৭টি। দেখা যাচ্ছে, কংগ্রেস জোর করে তেলেঙ্গানা তৈরি করায় সেখানকার মানুষ হাড়ে-হাড়ে চটেছেন। মানুষের এই ক্ষোভকে পুঁজি করেছেন ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি। আসন্ন লোকসভা ভোটে জগন-ঝড়ে উড়ে যাবে কংগ্রেস। সীমান্ধ্রে অন্তত ১৮টি আসন পাবে জগন রেড্ডির দল। অন্তত ৬টি আসন যাবে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশমের ঝুলিতে। বাকি একটি আসন কংগ্রেস পেলেও পেতে পারে। সেটা যদি হয়, তা হলে ভোট কাটাকাটিতে হবে। তবুও এর সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে ওই একটি আসনও চলে যেতে পারে জগন রেড্ডি বা চন্দ্রবাবুর ঝুলিতে। অর্থাৎ সীমান্ধ্রে শূন্য হাতে ফিরতে হতে পারে কংগ্রেসকে। সীমান্ধ্রের অন্তত ৫১ শতাংশ মানুষ ভরসা করছেন জগন রেড্ডিকে। সীমান্ধ্রের সঙ্গে যে অন্যায় হয়েছে, তিনিই তার জবাব দিতে পারবেন বলে ভরসা রাখছেন মানুষ। ২৮ শতাংশ মানুষ ভরসা রাখছেন চন্দ্রবাবু নাইডুর ওপর।

৩৩ থেকে দু'টি আসনে নেমে যাবে কংগ্রেস

সীমান্ধ্রের ছবিটা না হয় তবুও আঁচ করা গিয়েছিল। কিন্তু তেলেঙ্গানা? নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছে, তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনের ১৪টি-ই দখল করবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। কারণ এখানকার মানুষ মনে করছেন, কংগ্রেস বা বিজেপি নয়, আলাদা তেলেঙ্গানা রাজ্য সম্ভব হচ্ছে টিআরএসের কারণে। তাই মানুষ দু'হাত উপুড় করে ভোট দেবেন কে চন্দ্রশেখর রাওয়ের দলকে। কংগ্রেসের বরাতে জুটতে পারে মাত্র একটি আসন! বাকি দু'টিতে জেতার সম্ভাবনা রয়েছে টিডিপি-র। যদি টিআরএস কংগ্রেসে মিশে যায়, একমাত্র তবেই তেলেঙ্গানায় দারুণ ফল করবে কংগ্রেস। কিন্তু, ওয়াকিবহাল মহলের বক্তব্য, এতদিন কে চন্দ্রশেখর রাও লড়াই চালিয়ে গিয়েছেন। স্বপ্ন ছিল, তেলেঙ্গানা গঠিত হলে মুখ্যমন্ত্রী হবেন। তিনি এত বোকা নন যে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এতদিনের লালিত স্বপ্ন মাটিতে মিশিয়ে দেবেন। যদিও তেলেঙ্গানার ৪৬ শতাংশ মানুষ মনে করছেন, লোকসভা ভোটের আগে না হোক, পরে অন্তত কংগ্রেসের সঙ্গে মিশে যাবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

একটা জিনিস পরিষ্কার। তা হল, সীমান্ধ্রে উল্কাসম উত্থান ঘটতে চলেছে জগন রেড্ডির। এখানকার ৭২ শতাংশ মানুষ মনে করছেন, কংগ্রেস-বিজেপি জোট বেঁধে অন্যায়ভাবে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে দিল। সীমান্ধ্রে কখনওই বিজেপি-র গ্রহণযোগ্যতা ছিল না। কংগ্রেসের ছিল। কিন্তু রাতারাতি তা হুড়মুড়িয়ে নেমে গিয়েছে।

প্রসঙ্গত, বিহার, উত্তরপ্রদেশের মতো অন্ধ্রপ্রদেশের ভোট রাজনীতিও জাতপাতভিত্তিক। সীমান্ধ্রে এতদিন রেড্ডিরা ছিল জগনের সমর্থক। ব্রাহ্মণ ও কাপু ভোটব্যাঙ্কে তিনি থাবা বসাতে পারেননি। এরা কংগ্রেসকে ভোট দিত। এবার পুরো ব্রাহ্মণ আর কাপু ভোটে ঘুরে যাবে জগন রেড্ডির দিকে।তাতেই তিনি বাজিমাত করবেন। আর কম্ম সম্প্রদায়ের ভোট পড়বে টিডিপি-র ঝুলিতে।

জাতপাতের অঙ্ক যাই হোক, সীমান্ধ্রের পাশাপাশি তেলেঙ্গানাতেও যে কংগ্রেসের দুর্দিন ঘনিয়ে এসেছে, তা নির্বাচনী সমীক্ষা থেকেই পরিষ্কার। অথচ ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও অন্ধ্রপ্রদেশ থেকে ৩৩টি আসন পেয়েছিল কংগ্রেস।

English summary
Congress will be wiped out in Telangana too, says pre-poll survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X