For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে বিধানসভার পর পুরসভা-পঞ্চায়েতেও ধাক্কা বিজেপির! লোকসভার আগে চাপ বাড়ল কংগ্রেসেরও

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কর্ণাটকে স্থানীয় নির্বাচনে এখনও পর্যন্ত এককভাবে নিজেদের ছাপ ফেলতে পারল না কংগ্রেস। অনেক জায়গাতেই ফলাফলে কাছাকাছি রয়েছে কংগ্রেস ও বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কর্ণাটকে স্থানীয় নির্বাচনে এখনও পর্যন্ত এককভাবে নিজেদের ছাপ ফেলতে পারল না কংগ্রেস। অনেক জায়গাতেই ফলাফলে কাছাকাছি রয়েছে কংগ্রেস ও বিজেপি। তবে পুরো ফলাফল আসতে রাত হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

কর্ণাটকে বিধানসভার পর পুরসভা-পঞ্চায়েতেও ধাক্কা বিজেপির! লোকসভার আগে চাপ বাড়ল কংগ্রেসেরও

বেলা ১২ টা পর্যন্ত ১০২ টি আর্বান লোকাল বডির নির্বাচনে ২৬৬৪ টি আসনের মধ্যে ২২৬৭ টির ফল ঘোষিত হয়েছে। যার মধ্যে কংগ্রেস পেয়েছে ৮৪৬ টি, বিজেপি ৭৮৮ টি এবং জেডিএস পেয়েছে ৩০৭ টি আসন। নির্দলীয়রা পেয়েছে ২৭৭ টি আসন।

৩১ অগাস্ট শুক্রবার কর্ণাটকের ১০৫ টি আর্বান লোকাল বডির নির্বাচন হয়। ভোট পড়েছিল প্রায় ৬৮ শতাংশ। ২৭০৯ টি ওয়ার্ড নির্বাচন হয়েছিল। যার মধ্যে রয়েছে ২৯ সিটি মিউনিসিপ্যালিটি, ৫৩ টি টাউন মিউনিসিপ্যালিটি, ২৩ টি টাউন পঞ্চায়েত এবং মাইসুরু, শিভামোগ্গা এবং টুমাকুরু-র ১৩৫ টি ওয়ার্ড।
নির্বাচনে ৮৩৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যার মধ্যে কংগ্রেসের প্রার্থী ছিলেন ২২০৬ জন। বিজেপি এবং জেডিএস-এর যথাক্রমে ২২০৩ ও ১৩৯৭ জন।

[আরও পড়ুন:ভাইরাল ভিডিও রং চড়ানো-ফালতু! সাফাই দিতে বিজেপি নেত্রী সঙ্গীতাকে নিয়ে আর যা বললেন অনুব্রত][আরও পড়ুন:ভাইরাল ভিডিও রং চড়ানো-ফালতু! সাফাই দিতে বিজেপি নেত্রী সঙ্গীতাকে নিয়ে আর যা বললেন অনুব্রত]

কংগ্রেস ও জেডিএস-এর মধ্যে স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে সেরকম কোনও জোট না হলেও, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ভোট পরবর্তী জোট গঠনের কথা একেবারে উড়িয়ে দেয়নি কোনও দলই।

[আরও পড়ুন:ফর্মুলা ১...২...৩...বিহারে আসন ভাগাভাগির জন্য কোনটি সঠিক, খুঁজছে বিজেপি ][আরও পড়ুন:ফর্মুলা ১...২...৩...বিহারে আসন ভাগাভাগির জন্য কোনটি সঠিক, খুঁজছে বিজেপি ]

২০১৩ সালে স্থানীয় স্বায়ত্তশাসিত এলাকার নির্বাচনে ৪,৯৭৬ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ১৯৬০ টি আসন। বিজেপি ও জেডিএস জিতেছিল ৯০৫ করে আসন। এছাড়াও নির্দলীয়রা জিতেছিল ১২০৬ টি আসন।

[আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে বিদেশি 'কোচ' আনছে কংগ্রেস! মোদীকে হারাতে রণকৌশল বদল রাহুলের ][আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে বিদেশি 'কোচ' আনছে কংগ্রেস! মোদীকে হারাতে রণকৌশল বদল রাহুলের ]

English summary
Congress widens gap with BJP in Karnataka urban local body election results 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X