For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের

বিরোধী কংগ্রেস আধারের রায়কে স্বাগত জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিয়েছে আদালত। তবে আধার আইনের ৫৭ নম্বর ধারাকে খারিজ করে দিয়েছে। যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল, স্কুলে ভর্তি সহ বিভিন্ন কাজে আধারের তথ্যকে বাধ্যতামূলক বলা হয়েছে। এছাড়া বেসরকারি সংস্থা আধারের তথ্য জোর করে নিতে পারবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে। তবে সমাজের প্রান্তিক মানুষকে আধার পরিচয় দিয়েছে। তা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সাহায্য করেছে। ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে আমজনতা আধারের মাধ্যমে নিতে পারে তা নিশ্চিত করতে বলেছে।

আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের

বিরোধী কংগ্রেস আধারের রায়কে স্বাগত জানিয়েছে। বেসরকারি সংস্থা আধারের তথ্য ব্যবহার করতে পারবে না। আধার আইনের ৫৭ নম্বর ধারাকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। টুইটারে এই বলে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।

এদিন সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বৃহত্তম স্বার্থে আধার কাজ করছে বলে ব্যাখ্যা করেছে। এই কার্ডের সাংবিধানিক বৈধতা রয়েছে এবং তা কোনও ধরনের গোপনীয়তা রক্ষার অধিকারকে ভঙ্গ করছে না বলেই স্পষ্ট জানিয়েছে। এর তথ্য হাতিয়ে ডুপ্লিকেট করা যাবে না বলেও আদালত আশ্বস্ত করেছে।

[আরও পড়ুন:'ব্যাঙ্ক, মোবাইল সংযোগে বাধ্যতামূলক নয় আধার', আর কোন কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দেখুন একনজরে][আরও পড়ুন:'ব্যাঙ্ক, মোবাইল সংযোগে বাধ্যতামূলক নয় আধার', আর কোন কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দেখুন একনজরে]

পাশাপাশি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইলের সিম তোলা, শিশুদের স্কুলে ভর্তিতে আধার বাধ্যতামূলক নয়। তবে আয়কর জমা করার ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণকে আদালত মান্যতা দিয়ে তা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে।

[আরও পড়ুন:আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন:আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট]

English summary
Congress welcomes Supreme Court decision on Aadhaar Verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X