For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে মোদীর বক্তৃতার সময় গলা চড়ালেন অধীর, আইন ফেরানোর দাবিতে ওয়াকআউট রাহুলদের

Google Oneindia Bengali News

বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জবাবি বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার সেই জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল স্বামী বিবেকানন্দের নাম৷ স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন৷ এদিন ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মহিলা সাংসদের কথা তুলে ধরেন৷ মহিলা সাংসদদের ধন্যবাদ দেন৷ মহিলা সাংসদরা গবেষণা করে বক্তৃতা করায় তিনি তাঁদের প্রশংসা করেন৷

দেশবাসীর ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী

দেশবাসীর ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী

ভারত যে এক হয়ে এগিয়ে চলেছে, তা নিয়ে প্রধানমন্ত্রী এদিন দেশবাসীর ধন্যবাদ দেন৷ ভারত কখনও এক হতে পারবে না বলে ব্রিটিশরা পূর্বাভাস দিয়েছিলেন৷ তা ভারতবাসী মিথ্যা প্রমাণ করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর৷ করোনা কালে তিনটি কৃষি আইন এসেছে৷ কৃষি ক্ষেত্রের ভবিষ্যতের সমস্যা নিয়ে এখন থেকে মোকাবিলা করতে হবে৷ কৃষি আইন কালো না সাদা তা নিয়ে আলোচনা অনেক হয়েছে৷ কিন্তু কৃষি আইনের বিষয় নিয়ে আলোচনা করুন৷

কৃষি আইন নিয়ে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

কৃষি আইন নিয়ে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

কৃষি আইন নিয়ে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর৷ কৃষি আইন নিয়ে বিরোধীরা যে অভিযোগগুলি তুলছেন, তার প্রতিবাদ করছেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, নতুন কৃষি আইন চালু হওয়ার পর দেশে কোনও মান্ডি বন্ধ হয়নি৷ বরং মান্ডিতে বেশি শস্য ক্রয়-বিক্রয় হয়েছে৷ আর তা এমএসপিতেই হয়েছে৷

প্রধানমন্ত্রী কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরেন

প্রধানমন্ত্রী কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরেন

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা বারবার বাধা দিয়েছে৷ বিশেষ করে কৃষি আইন নিয়ে বলার সময়৷ এই নিয়ে মোদীর বক্তব্য, বিরোধীরা পরিকল্পনা করে এটা করছে৷ কারণ, এটা না করলে আসল সত্যিটা বেরিয়ে পড়বে৷ তখন বিরোধীরাই সমস্যায় পড়ে যাবে৷ এর পর প্রধানমন্ত্রী কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার কাজ শুরু করতেই লোকসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা৷

করোনার সময় ভারতের লড়াই

করোনার সময় ভারতের লড়াই

করোনার সময় ভারতের লড়াই এদিন উঠে এল প্রধানমন্ত্রীর ভাষণ৷ ভারত সারা বিশ্বের পাশে দাঁড়িয়ে নজির তৈরি করেছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি তাঁর মত, করোনার পর নতুন বিশ্ব তৈরি হতে চলেছে৷ নতুন নতুন সম্পর্ক তৈরি হবে৷ এই প্রসঙ্গে তিনি কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির প্রসঙ্গ টেনে আনেন৷ ওই সাংসদ বলেছিলেন যে ভগবানের কৃপায় ভারত করোনা থেকে বেঁচে গিয়েছে৷ এর পাল্টা এদিন প্রধানমন্ত্রী জানান, ভগবানের কৃপা যে পৃথিবীর এত খারাপ হল৷ কিন্তু আমরা বেঁচে গেলাম৷ আর এই ক্ষেত্রে চিকিৎসক, নার্সরা ভগবানের রূপ নিয়ে এসেছিলেন৷ সাফাই কর্মীরা মৃত্যুর ভয় না করে কাজ করেছেন৷ কোরোনার বিরুদ্ধে জয়ে তাঁরা সামিল হয়েছেন৷

English summary
Congress walks out of Lok Sabha while PM Narendra Modi was giving his speech in reply to President
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X