For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি আসনেই হাড্ডাহাড্ডি কংগ্রেস বনাম বিজেপি, ছত্তিশগড়ে জয়ের মার্জিন একনজরে

২০১৯-এর আগে বিধানসভার ফলাফলে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর চলছে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে রাহুল গান্ধীর উত্থান হয়েছে এই সেমিফাইনাল যুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর আগে বিধানসভার ফলাফলে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর চলছে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে রাহুল গান্ধীর উত্থান হয়েছে এই সেমিফাইনাল যুদ্ধে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সার্বিক ফলে স্পষ্ট কংগ্রেস বিরাট চ্যালেঞ্জার হয়ে ফিরে আসছে ২০১৯-এ। কংগ্রেস-বিজেপির যে তিন রাজ্যে সরাসসরি ফাইট, সেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি।

প্রতি আসনেই হাড্ডাহাড্ডি কংগ্রেস বনাম বিজেপি, ছত্তিশগড়ে জয়ের মার্জিন একনজরে

ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার গড়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এখানে ৬৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর বিজেপি এগিয়ে আছে ১৭টি আসনে। আসন সংখ্যার নিরিখে বিস্তর ফারাক হলেও, প্রতিটি আসনে দুই দলের হাড্ডহাডি লড়াই হয়েছে।

[আরও পড়ুন: পাইলট নাকি গেহলট! রাজস্থানের মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা অব্যাহত][আরও পড়ুন: পাইলট নাকি গেহলট! রাজস্থানের মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা অব্যাহত]

পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হবে সেই চিত্র। একনজরে দেখে নেওয়া যাক ছত্তিশগড়ের মার্জিন।

  • এক হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১১টি আসন। তার মধ্যে কংগ্রেস জিতেছে ৯টি আসনে, বিজেপি জেতেছে ২টি আসনে।
  • দু-হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১২টি আসনে, সাতটি আসনে জয়ী হয়েছে বিজেপি।
  • পাঁচ হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ৫৩টি আসনে। কংগ্রেস জিতেছে ২৮টি আসনে, ২৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি।
  • ১০ হাজারেরও বেশি ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১৫টি আসনে। কংগ্রেস জিতেছে ১৪টি আসনে, একটি আসনে জয়ী হয়েছে নির্দল।
  • ৫০ হাজারেরও বেশি ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে আটটি আসনে। এই আটটি আসনেই বিজয়ী হয়েছে কংগ্রেস।

[আরও পড়ুন:ভোটে হেরেও রাজনাথের জবাবে জল্পনা তুঙ্গে! পিকচার আভি বাকি হ্যায়, বার্তা কংগ্রেসকে][আরও পড়ুন:ভোটে হেরেও রাজনাথের জবাবে জল্পনা তুঙ্গে! পিকচার আভি বাকি হ্যায়, বার্তা কংগ্রেসকে]

English summary
Congress vs BJP are in tough fight in Chhattishgarh Assembly Election 2018. More than 83 seat’s winning margin was less than 10 thousand. 30 was less than 2 thousand and 11 was 1 thousand,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X