For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির

উত্তরপ্রদেশে থাকা কমিটিগুলিকে ভেঙে দিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সভাপতি হিসেবে পদত্যাগের নিজের অবস্থানে অনড় থাকায় দলের সর্বোচ্চ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে থাকা জেলা কমিটিগুলিকে ভেঙে দিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সভাপতি হিসেবে পদত্যাগের নিজের অবস্থানে অনড় থাকায় দলের সর্বোচ্চ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানেই দলের সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের আরও খবর বৈঠক থেকে প্রথমে রাহুল গান্ধীকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হবে।

পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির

২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। একইসঙ্গে লোকসভা ভোটে দলের খারাপ ফলাফল পর্যালোচনার ডাকও তিনি দিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫২ টি আসনে জয়ী হয়েছে।

যদিও কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে রাহুল গান্ধীর প্রস্তাব বাতিল করে দেয়। কিন্তু রাহুল তাঁর নিজের অবস্থানে অনড় থাকেন। যদিও কংগ্রেস মুখপত্র সুরজেওয়ালা বলেছেন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি ছিলেন, আছেন এবং থাকবেন।

বৈঠকে হাজির ছিলেন, আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খার্গে, গুলাম নবি আজাদ, পি চিদাম্বরম, কেসি ভেনুগোপাল, সুরজেওয়ালা, জয়রাম রমেশ, আনন্দ শর্মা। লোকসভা নির্বাচনের জন্য এই কোরগ্রুপ গঠন করা হয়েছিল।

English summary
Congress top brass dissolved all the committees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X