বাদল অধিবেশনে তিন তালাক বিলের বিরোধিতা করবে কংগ্রেস
১৭ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দ্বিতীয় মোদী সরকারর প্রথম লোকসভা অধিবেশন। কংগ্রেসের রাজ্যসভার সদস্য এবং মুখপাত্র অভিষেক মনুসিংভি জানিয়েছেন, লোকসভা অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণাত্মক হবে কংগ্রেস।

সূত্রের খবর, তিন তালাক বিল পাস করানোর মরিয়া চেষ্টা করবে এনডিএ। কিন্তু কোনও ভাবেই সেই বিল পাস হতে দেবে না কংগ্রেস। তিন তালাক বিলের অনুমোদন দেওয়ার আগে কিছু মৌলিক বিষয়ে আলোচনা হওয়া জরুরি বলে মনে করে কংগ্রেস। সেকারণেই এই বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।
অভিষেক মনু সিংভি জানিয়েছেম, তিন তালার বিলের এখনও বেশ কিছু বিষয় অন্ধকারে রয়েছে। এনডিএ সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আসন্ন লোকসভা অধিবেশনে তিন তালাক বিল পাস করানো হবে। এই বিলে সর্বোচ্চ সাজা তিন বছরের জেল এবং জরিমানা নির্ধারণ করা হয়েছে।
বুধবারই মোদীর মন্ত্রিসভায় অনুমোদন মিলেছে মুসলিম নারী সুরক্ষা বিল, এটাকেই বলা হচ্ছে তিন তালাক বিল। সেখানে তিন তালাক বেআইনি স্বীকৃতি দিযে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। কংগ্রেসের দাবি এই বিল আইনে পরিণত হওয়ার আগে সব ক্ষেত্র গুলি আলোচনা জরুরি। সেই আলোচনার জন্যই এই বিলের বিরোধিতা করা হবে।