For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া দল গড়ছেন বিদ্রোহী সাংসদ, অন্ধ্রে ভাঙতে চলেছে কংগ্রেস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তেলেঙ্গানা
হায়দরাবাদ, ৫ জানুয়ারি: তেলেঙ্গানা-বিরোধী আন্দোলনের জেরে অন্ধ্রপ্রদেশে শেষ পর্যন্ত ভাঙতে চলেছে কংগ্রেস। অনুমান, ১৭ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে।

আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরই সীমান্ধ্র বা অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে আন্দোলন শুরু হয়। চলে ধর্মঘট, ভাঙচুর। তা সত্ত্বেও পিছু হটার ইঙ্গিত দেয়নি কেন্দ্র। এর জেরে লোকসভার শীতকালীন অধিবেশনে ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সীমান্ধ্রেরই চারজন কংগ্রেস সাংসদ। অন্ধ্রপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিও কড়া সমালোচনা করেন দলীয় নেতৃত্বের। ফলে সীমান্ধ্রে কংগ্রেস যে ভাঙতে বসেছে, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

রবিবার প্রদেশ কংগ্রেস সূত্রে খবর মিলেছে, বিজয়ওয়াড়ার কংগ্রেস সাংসদ লগডপতি রাজাগোপাল নতুন দল গঠন করতে চলেছেন। দলের নাম হচ্ছে 'জয় সমাখ্য অন্ধ্র'। অর্থাৎ জয় সংযুক্ত অন্ধ্র। মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিকে এই নতুন দলে যোগ দিতে আহ্বান জানানো হবে। সীমান্ধ্রের আরও অন্তত ছ'জন কংগ্রেস সাংসদ এই দলে যোগ দেবেন বলে খবর। কংগ্রেস ছেড়ে নতুন দলে আসছেন কয়েকজন বিধায়কও। বিজয়ওয়াড়ার ওই বিক্ষুব্ধ সাংসদের দাবি, নতুন দল গড়ার আগে তিনি অন্তত চারটি সমীক্ষা চালিয়েছেন সীমান্ধ্রে। তাতে নাকি পরিষ্কার হয়েছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা হলে সীমান্ধ্র ও রায়লসীমা অঞ্চলে মুছে যাবে কংগ্রেস। এর জেরে লোকসভা ভোটের আগে আলাদা দল গঠন করছেন তিনি।

প্রসঙ্গত, নতুন দল গঠিত হলে চাপে পড়বে জগন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেস। কারণ, তেলেঙ্গানা-বিরোধী ভাবাবেগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু। পালে সব হাওয়াটুকু টেনে নিচ্ছিলেন জগন রেড্ডি। এখন তাতে ভাগ বসাতে চলেছেন লগডপতি রাজাগোপাল।

English summary
Congress to be divided in Andhra as rebel MP will float new party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X