For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে রাজ্যপালের নতুন সিদ্ধান্ত নিয়ে কি ফের সুপ্রিমকোর্টের পথে কংগ্রেস

কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার সিদ্ধান্তের বিরুদ্ধে ফের সুপ্রিমকোর্টে যাওয়ার কথা ভাবছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার সিদ্ধান্তের বিরুদ্ধে ফের সুপ্রিমকোর্টে যাওয়ার কথা ভাবছে কংগ্রেস। এর আগে তিনি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গড়ার ডাক দিলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস সর্বোচ্চ আদালতে গিয়েছে। তার রায়ও এদিন আদালত জানিয়ে দিয়েছে। যার প্রেক্ষিতে শনিবার কর্ণাটক বিধানসভায় বিএস ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

খুশি নয় কংগ্রেস


এবার রাজ্যপাল বালা শনিবারের আস্থা ভোট সম্পাদন করার জন্য নির্বাচিত করেছেন বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে। যে সিদ্ধান্তে একেবারেই খুশি নয় কংগ্রেস ও জেডিএস। কংগ্রেসের তরফে রণদীপ সিং সূরযেওয়ালার ব্যাখ্যা, সবচেয়ে সিনিয়র বিধায়ককে স্পিকার না বেছে রাজ্যপাল বোপাইয়াকে দায়িত্ব দিয়ে ঠিক করেননি।

বিজেপির ব্যাখ্যা

যা শুনে বিজেপির কর্ণাটকের দায়িত্ব সামলানো প্রকাশ জাভরেকরের ব্যাখ্যা, কেজি বোপাইয়াকে এর আগে ২০০৮ সালেও রাজ্যপাল স্পিকার করেছিলেন। সেই সময়ে এখনের চেয়ে তাঁর দশবছর অভিজ্ঞতা কম ছিল। ফলে কংগ্রেস অহেতুক উত্তেজনা তৈরি করতে চাইছে। নিয়ম মেনেই বোপাইয়াকে স্পিকার বাছা হয়েছে।

সুপ্রিমকোর্টে যাওয়ার ভাবনা

কংগ্রেসের ব্যাখ্যা, বিজেপি যা করেছে তা নিয়ম বিরুদ্ধ। সাধারণভাবে সবচেয়ে সিনিয়র নেতার এই পদ পাওয়া উচিত। তবে তা করা হয়নি। রাজ্যপালের বিরুদ্ধেও কড়া তোপ দেগেছে কংগ্রেস। যা বিরুদ্ধে আইনি পথে গিয়ে সুপ্রিমকোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। এমনটাই জানা গিয়েছে।

সুপ্রিম রায়

সুপ্রিম রায়

এদিন সকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, ফ্লোর টেস্ট শনিবার বিকেল চারটে-য় করতে হবে। আর বেশি সময় দেওয়া যাবে না। যত শীঘ্র সম্ভব সমস্ত আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, বিধানসভার প্রোটেম স্পিকার ফ্লোর টেস্ট কীভাবে হবে তা নির্ধারণ করবেন। কোনও ধরনের গোপন ব্যালটে ভোট হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

English summary
Congress thinking of going to Supreme Court as Karnataka Governor appoints BJP MLA KG Bopaiah as pro-tem speaker ahead of floor test on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X