For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকে ধর্মের রাজনীতি করছেন বোম্মাই, নতুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস

কর্নাটকে ধর্মের রাজনীতি করছেন বোম্মাই, নতুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস

Google Oneindia Bengali News

কর্নাটকে ধর্মের রাজনীতি করছেন নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। রিলিজিয়াস স্ট্রাকচার বিল পাস নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করলেন কংগ্রেস বিধায়করা। এই বিল পাস হওয়ার রাস্তার মাঝে বেইনিভাবে ধর্মীয় নির্মাণকেও আইনত বলে মনে করা হবে। তাতেই প্রবল আপত্তি জানিয়েছে কংগ্রেস। বেআইনি জিনিসকে এভাবে আইনি করে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন বোম্মাই অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক এনএ হরিশ।

কর্নাটকে ধর্মের রাজনীতি করছেন বোম্মাই, নতুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস

কর্নাটকে সব রাস্তার উপরে সবরকম বেআইনি ধর্মীয় নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ িদয়েছিল আদালত। আইনের অনুমতি না নিয়েই রাস্তার উপরে এই সব ধর্মীয় নির্মাণ করা যাবে না বলে জানিয়েছিল আদালত। এবং এই ধরনের বেআইনি নির্মাণ রাস্তার উপরে যাতে না করা হয় তার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেই কর্নাটক সরকার ই নতুন বিলটি পাস করে। তাতে সবরকম ধর্মীয় নির্মাণ রাস্তার উপরে বৈধ বলে মেনে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।অর্থাৎ রাস্তার উপরে অনুমতি ছাড়া কোনও ধর্মীয় নির্মাণ থাকলে সেটা ভেঙে ফেলা যাবে না। এই বিলে সেই সরক্ষা সুনিশ্চিত করা হয়েছে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের এই বিল পাসের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। তারা অভিযোগ করেছে কেবল মাত্র ভোট ব্যাঙ্কের জন্য এই বিল পাস করানো হয়েছে। একটা সময়ে যারা মন্দির ভেঙেছে তারা এই বিল পাস করাচ্ছে কেবল মাত্র ভোট পাওয়ার জন্য। যদিও কর্নাটকের বিজেপি সরকারের দাবি এই বিল পাস করার ফলে রাজ্যে ধর্মীয় হানাহানির ঘটনা রোখা যাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। কোনও ধর্মের ভাবাবেগেই আঘাত হানবে না এই বিল।

বোম্মাই সরকারের দাবি কেবল মাত্র একটি ধর্মের জন্য নয় এই আইন। এতে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগকে সুরক্ষা দেওয়া হয়েছে। বিজেপি েনতা সিটি রভি জানিয়েছেন এই বিল আগেই আনার প্রয়োজন ছিল রাজ্যে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। কর্নাটক কংগ্রেস এই বিলের বিরোধিতা করে অকারণ রাজনৈতিক উত্তাপ বাড়ানোর চেষ্টা করছে। রাজ্যের মানুষ বিজেপি সরকারকেই সমর্থন করেন বলে দাবি করেছেন তিনি।

English summary
Congress on Karnataka new CM Basabraj Bommai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X