For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক ছাড়া বঙ্গে প্রচার করেছেন অমিত শাহ নিজে, করোনা নিয়ে মোদীকে নিশানা কংগ্রেসের

মাস্ক ছাড়া বঙ্গে প্রচার করেছেন অমিত শাহ নিজে, করোনা নিয়ে মোদীকে নিশানা কংগ্রেসের

Google Oneindia Bengali News

দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের মোদী সরকারকে নিশানা করল কংগ্রেস। তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছে গোটা দেশে। অক্সিজেনের জন্য ছটফট করতে করতে মারা যাচ্ছেন রোগীরা। কালোবাজারি শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। হঠাৎ করে দেশে এই অক্সিজেন সংকট তৈরি হল কেন। ১৫ মাস ধরে কী করছিল মোদী সরকার নিশানা করেছে কংগ্রেস নেতা অভিষেক সিংভি। তিনি অভিযোগ করেছেন ভারতে সেকেন্ড ওয়েভের ধাক্কা আসতে পারে তা আগে থেকেই সতর্ক করেছিলেন গবেষকরা। তারপরেও কেন কোনও পদক্ষেপ করেনি মোদী সরকার।

তীব্র অক্সিজেন সংকট দেশে

তীব্র অক্সিজেন সংকট দেশে

তীব্র অক্সিজেন সংকটে কাঁপছে দেশ। করোনার সেকেন্ড ওয়েভ যত তীব্র হচ্ছে তত বাড়ছে অক্সিজেনের সংকট। অক্সিজেনের জন্য হাসপাতালে মানুষ হাহাকার করছে। ইতিমধ্যেই দিল্লির দুটি হাসপাতােল অক্সিজেন সংকটের কারণে প্রায় ৫০ জন রোগী মারা গিয়েছেন। গঙ্গারাম হাসপাতালে মারা গিয়েছেন ২৫ জন আর গতকাল রাতে অক্সিজেনের অভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতাল মারা গিয়েছেন ২০ জন রোগী। তারপরে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছেছে হাসপাতালে।

মোদীকে নিশানা কংগ্রেসের

মোদীকে নিশানা কংগ্রেসের

দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র অভিষেক সিংভি টুইটে অভিযোগ করেছেন,দেশের এই সংকট এলো কী করে। ১৫ মাস ধরে কী করছিল মোদী সরকার। মোদী সরকার প্রথম ধাক্কার পর মোদী সরকরা ১৫ মাস হাতে সময় পেয়েছিল। তখন কেন কোনও প্রস্তুতি নেয়নি। আগে থেকেই গবেষকরা সেকেন্ড ওয়েভের জন্য সতর্ক করেছিল। আগে থেকে সতর্ক হলে দেখের এই কঠিন পরিস্থিতি তৈরি হত না বলে দাবি করেছেন তিনি।

রাহুলের অভিযোগ

রাহুলের অভিযোগ

এর আগে রাহুল গান্ধী দেশের এই সংকট জনক পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী সরকারকেই দায়ী করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য রাহুল গান্ধী নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন করোনা দায়ী নয় এই রাশি রাশি মৃত্যুর জন্য। করোনা দেহে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় ঠিকই। কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে হাসপাতালে বেড, আইসিইউ আর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। আর এই ব্যবস্থার জন্য দায়ী একমাত্র মোদী সরকার।

 মাস্ক ছাড়া বঙ্গে প্রচার শাহের

মাস্ক ছাড়া বঙ্গে প্রচার শাহের

মোদী-শাহ গোটা দেশের দিকে নজর না দিয়ে নিজেদের কেবল বাংলায় আটকে রেখেছিলেন। মাস্ক না পরেই অসংখ্য মাস্ক ছাড়া দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেছেন অমিত শাহ। তখন করোনার কথা তাঁদের মনে ছিল না। টুইটে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর না দিয়ে তাঁরা বাংলার ভোটের প্রচার নিয়ে পড়েছিলেন।

English summary
Congress target Modi government on Coronavirus sitution and Shortage of Oxygen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X