For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২জি মামলায় আদালতের রায়ের পর এই মন্তব্য করে ক্ষোভ উগড়ে দিলেন অরুণ জেটলি

টুজি মামলায় প্রাক্তনমন্ত্রী ডি রাজা, কানিমোঝি সমেত একাধিক অভিযুক্ত ছাড়া পাওয়ার পর এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

টুজি মামলায় প্রাক্তনমন্ত্রী ডি রাজা , কানিমোঝি সমেত একাধিক অভিযুক্ত ছাড়া পাওয়ার পর এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর গোটা ঘটনা ঘিরে তাঁর অভিযোগ ইউ পিএ-র স্পেকট্রাম বন্টন পন্থা ছিল দুর্নীতিকে উস্কানি দিতেই।

২জি মামলায় আদালতের রায়ের পর এই মন্তব্য করে ক্ষোভ উগড়ে দিলেন অরুণ জেটলি

অরুণ জেটলি এদিন, সাংবাদিকদের জানান, সুপ্রিমকোর্ট ইতিমধ্যেই টুজি স্পেকট্রাম বন্টনকে দুর্নীতিমূলক বলে শিলমোহর দিয়ে গিয়েছে। স্পেকট্রাম বন্টন নিয়ে প্রত্যেকটি ঘটনা অস্বচ্ছ একথাও সুপ্রিমকোর্ট জানিয়েছে, বলে দাবি করেন অরুণ জেটলি। তিনি আরও বলেন, স্পেকট্রাম বণ্টনে 'প্রথমে যে আসবে সে পাবে ' পন্থার জায়গায় কংগ্রেসের সরকার 'প্রথমে য়ে টাকা দেবে সে পাবে' পন্থায় চলেছে।

কংগ্রেস তথা ইউপিএ সরকারের ওপর ক্ষোভ উগড়ে অরুণ জেটলি জানান, এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার ঘটনাকে কংগ্রেস সততার সার্টিফিকেট বলে তুলে ধরছে । এদিন অরুণ জেটলি জানান, গোটা বণ্টন প্রক্রিয়াটিই দুর্নীতিগ্রস্ত। তাঁরা আশা তদন্তকারীরা এই বিষয়টির দিকে নজর রাখবেন। উল্লেখ্য, টুজি কাণ্ডে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুই মন্ত্রীর নাম জড়ায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডি রাজা ও কানিমোঝি সেই মামলায় অভিযুক্ত হলেও , বৃহস্পতিবার দিল্লির বিশেষ সিবিআই আদালত তাঁদের বেকসুর খালাস বলে ঘোষণা করে।

English summary
After a Delhi court today acquitted all the 17 accused in the 2G spectrum case, including former telecom minister A Raja and DMK leader M Kanimozhi, Finance Minister Arun Jaitley pointed out that the Supreme Court had in 2012 held that the 2G policy of the Congress-led government was "corrupt and dishonest" and cancelled all 122 licences handed by Mr Raja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X