For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন চার বছরের ব্যর্থতা, পাল্টা প্রচারে কংগ্রেস

কংগ্রেসের ব্যর্থতা তথা ইন্দিরা গান্ধীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের চার বছরের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রীর সেই কথাকেই এবার ঢাল করে আক্রমণ শানাল কংগ্রেস।

Google Oneindia Bengali News

কংগ্রেসের ব্যর্থতা তথা ইন্দিরা গান্ধীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের চার বছরের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রীর সেই কথাকেই এবার ঢাল করে আক্রমণ শানাল কংগ্রেস। পাল্টা প্রচারে নেমে কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তাঁর ব্যর্থতার কথা।

মোদী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন চার বছরের ব্যর্থতা, পাল্টা প্রচারে কংগ্রেস

কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এখন প্রচার চালাচ্ছে, মোদী কংগ্রেসের সমালোচনা করলেও কার্যত স্বীকার করে নিয়েছেন, তিনি চারবছরে আশানুরূপ কিছু করতে পারেননি। নরেন্দ্র মোদী নিজের কাজের সাফল্য না দেখে, উল্টে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনা করছেন।

[আরও পড়ুন: ইন্দিরাকে 'প্রতারক' তকমা মোদীর! রাহুলের বাণ রুখতে এবার নয়া 'ঢালে'র প্রয়োগ][আরও পড়ুন: ইন্দিরাকে 'প্রতারক' তকমা মোদীর! রাহুলের বাণ রুখতে এবার নয়া 'ঢালে'র প্রয়োগ]

এদিন রাহুল গান্ধী একের পর এক প্রতারণার বাণের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীকে টেনে এনেছেন। মোদী বলেন, ৪০ বছর আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান তুলেছিলেন। কিন্তু কংগ্রেসের এতদিনের রাজত্বেও গরিবি দূর হয়নি। তাহলে তো স্লোগানটা মিথ্যা ছিল। একইভাবে ইন্দিরা গান্ধীর ব্যাংকিং নীতিরও কঠোর সমালোচনা করে মোদী বলেন, ইন্দিরা গান্ধী ব্যাংকিং জাতীয়তাবাদের কথা বলেছিলেন। কিন্তু ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্ধেক মানুষকেও কংগ্রেস ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে পারেননি।

[আরও পড়ুন:মমতার নামে মহাদেবের মাথায় বেলপাতা চাপান অনুব্রত, নিত্যকর্ম বর্ণনা নিজের মুখে][আরও পড়ুন:মমতার নামে মহাদেবের মাথায় বেলপাতা চাপান অনুব্রত, নিত্যকর্ম বর্ণনা নিজের মুখে]

মোদী এই পরিপ্রেক্ষিতে বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস যে ভুলগুলো করে গিয়েছে, তা শুধরাতে সময় লেগেছে আমার। তাই অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি এই চার বছরে। যদি কংগ্রেসের অর্ধেক সময়ও পাই, তাহেল আমূল বদলে দেব গোটা দেশকে। প্রধানমন্ত্রীর নিজের মুখে স্বীকার করা ব্যর্থতাই এখন প্রচারে তুলে ধরছে কংগ্রেস।

[আরও পড়ুন:তৃণমূলে 'ব্রাত্য' প্রাক্তন ২ মন্ত্রী! বিজেপিতে স্বাগত, বললেন মুকুল][আরও পড়ুন:তৃণমূলে 'ব্রাত্য' প্রাক্তন ২ মন্ত্রী! বিজেপিতে স্বাগত, বললেন মুকুল]

English summary
Congress takes on PM Narendra Modi on his Indira Gandhi comment. Congress now campaigns, Modi admits his failure,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X